Home Featured Yashwant Sinha: ‘রাজনৈতিক নেতৃত্বদের অপমান করছে ইডি’, বিস্ফোরক মন্তব্য যশবন্তের

Yashwant Sinha: ‘রাজনৈতিক নেতৃত্বদের অপমান করছে ইডি’, বিস্ফোরক মন্তব্য যশবন্তের

by Anamika Nandi
Yashwant Sinha: 'রাজনৈতিক নেতৃত্বদের অপমান করছে ইডি', বিস্ফোরক মন্তব্য যশবন্তের

মহানগর ডেস্ক: বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) বিরুদ্ধে কথা বলেছেন প্রবীণ নেতা যশবন্ত সিনহা (Yashwant Sinha)। আজ ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন কংগ্রেস প্রধান সনিয়া গান্ধী (Sonia Gandhi)। প্রসঙ্গে বিরোধী পক্ষের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা বলেছেন, “ইডি রাজনৈতিক নেতৃত্বদের অপমানিত করছে। অফিসারদের উচিত ছিল করোনা থেকে সদ্য সেরে ওঠা নেত্রীর বাসভবনে গিয়ে, তাঁর সঙ্গে দেখা করা”।

তাঁর বক্তব্য, ‘আমি রাজনৈতিক নেতৃত্বদের অপমান করার জন্য ইডিরর তীব্র নিন্দা জানাচ্ছি। জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের উচিত ছিল সনিয়া গান্ধীর বাসভবনে যাওয়া। সদ্য তিনি করোনা থেকে সরে উঠেছেন’। কংগ্রেসের সভানেত্রীকে ইডির তলব মোটেই ভালো চোখে নেননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এদিকে আজ রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে কে হবে দেশের নয়া রাষ্ট্রপতি। বিশেষজ্ঞদের ধারণা, দ্রৌপদী মুর্মুর কাছে হেরে যাবেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য। রাষ্ট্রপতির পদে বসবেন বিজেপির বাছাই করা আদিবাসী নেত্রীই।

অন্যদিকে আজ সনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দলের একাধিক নেতৃত্বরা। প্রসঙ্গে হাত-শিবিরের শীর্ষ নেতৃত্বরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করার অভিযোগ হেনেছেন। এর আগে রাহুল গান্ধীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই সময় রাজধানীর রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছেন দলের শীর্ষ নেতৃত্বরা। কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন হাত শিবিরের কর্মী-সমর্থকরা। এবারও একইভাবে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে গ্র্যান্ড ওল্ড পার্টির নেতা-নেত্রীদের।

প্রসঙ্গে টুইটে জয়রাম রমেশ জানিয়েছেন, বৃহস্পতিবার দলের শীর্ষ নেতা-নেত্রীদের মোদী-শাহের প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হওয়ার প্রতিবাদে সোচ্চার হবেন কংগ্রেস নেতা-কর্মীরা। এক কথায় শুধুমাত্র যশবন সিনহা একা নন, হাত-শিবিরের শীর্ষ নেতৃত্বরা সরব হয়েছেন ইডির বিরুদ্ধে।

You may also like