Home Featured Sonia Gandhi: দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় ইডি, বুধবার ফের সনিয়াকে তলব

Sonia Gandhi: দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় ইডি, বুধবার ফের সনিয়াকে তলব

by Anamika Nandi

মহানগর ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় ফের বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। মঙ্গলবার প্রায় ৬ ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদের পরও, আগামীকাল দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত ২১ সেপ্টেম্বর ইডির (Enforcement Directorate) অফিসে আসেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি। আজ সংস্থার আধিকারীকদের মুখোমুখি হওয়ার পর তাঁকে ফের বুধবার তলব করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ মাকে গন্তব্যস্থলে পৌঁছে দেন রাহুল-প্রিয়াঙ্কা। পরে দুপুরে তিনি দফতর থেকে বেরোলে সাময়িকভাবে মনে করা হয়েছিল, আজকের মত জিজ্ঞাসাবাদ এখানেই শেষ। কিন্তু পরে তিনি আবার ফিরে যান দফতরে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন সনিয়া গান্ধী‌। তাঁকে সংস্থার দফতর থেকে ফিরিয়ে নিয়ে যেতে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী।

এদিকে কংগ্রেস নেতা-কর্মীদের বিক্ষোভের আঁচ পেয়েই আগেভাগে ইডির কার্যালয়ের আশপাশ কড়া নিরাপত্তার চাদরে মুরে ফেলা হয়। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে মাকে ঢুকিয়ে সাংসদদের নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন রাহুল গান্ধী। অভিযোগ অপব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থার।।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, মল্লিকার্জুন খার্গে সহ একাধিক সাংসদ। হাতে ছিল পোস্টার। যেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল, “ইডির ব্যবহার বন্ধ হোক”। ‌

 

You may also like