Home Top Stories সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও মিলল না রেহাই, সায়গল হোসেনকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ED

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েও মিলল না রেহাই, সায়গল হোসেনকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ED

by Tiyasha Ghosh

মহানগর ডেস্ক: বারবার আদালতের দ্বারস্থ হয়েও মিলল না রেহাই। অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) অবশেষে নিয়ে যাওয়া হল রাজধানীতে। আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বের করে শুক্রবারই দিল্লি (Delhi) নিয়ে যাওয়া হল বীরভূমের বেতাজ বাদশার প্রাক্তন দেহরক্ষীকে। তাঁকে একটি ছোট প্রিজন ভ্যানে করে আসানসোল স্টেশনে নিয়ে যাওয়া হয়। এদিন সায়গলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন সাব ইন্সপেক্টর, একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও পাঁচ সশস্ত্র পুলিশ কনস্টেবল।

গরু পাচার মামলায় তদন্তের স্বার্থে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে আদালতের দ্বারস্থ হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেখানেই দিল্লি হাইকোর্ট (Delhi High Court) সায়গালকে ইডির সদর দফতরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। আর তারপরেই শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তাঁরা। আদালতের অনুমতি পাওয়ার পরই বুধবারই আসানসোল বিশেষ সংশোধনাগারের সুপার আসানসোল দুর্গাপুর কমিশনারকে চিঠি দিয়ে নিরাপত্তা চেয়েছিলেন। অভিযুক্তকে দিল্লি পাঠানোর জন্য কড়া সুরক্ষা ব্যবস্থা করা প্রয়োজন বলে দাবি করেন অফিসাররা।

শুক্রবার সায়গাল হোসেনকে শিয়ালদহ-দিল্লি জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে করে নিয়ে যাওয়া হয়। চার্জশিটে ইডি দাবি করেছিল, বীরভূম করিডর থেকে যে গরু পাচার হত, তার জন্য অনুব্রতর হয়ে টাকা নিতেন সায়গল। তাই তাঁকে জেরা করলে একাধিক সূত্র সামনে আসতে পারে বলে মনে করছেন আর্থিক দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার অফিসাররা। এছাড়াও ইডি’র নজরে রয়েছে সায়গলের বিপুল সম্পত্তি।

You may also like