মহানগর ডেস্ক: জমি দুর্নীতি মামলায় এবার সঞ্জয় রাউতের (Sanjay Raut) স্ত্রী বর্ষা রাউতকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে আগামী সোমবার পর্যন্ত ইডির (Enforcement Directorate) হেফাজতে থাকবেন শিবসেনা সাংসদ। অন্যদিকে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে তলব করেছে ইডি। মুম্বইয়ের গোরেগাঁওতে পাত্রা চল বস্তির পুনর্গঠন নিয়ে এক হাজার কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে উদ্ধব ঘনিষ্ঠের বিরুদ্ধে। যার পর শিবসেনা সাংসদের স্ত্রী ও তাঁর দুই সহযোগীর ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। গত রবিবার গভীর রাতে সেনা সাংসদকে গ্রেফতার করেছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
সূত্র অনুযায়ী, বর্ষা রাউতের দাদরের ফ্ল্যাট সহ আলিবাগের আটটি প্লট বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেগুলির মালিক বর্ষা এবং স্বপ্না পাটকর। এই স্বপ্না পাটকর হলেন সঞ্জয় রাউতের ঘনিষ্ঠ সহযোগী সুজিত পাটকরের স্ত্রী। এই দুর্নীতি মামলায় তিনি এখন সাক্ষী হয়েছেন। গেল মাসে তিনি অভিযোগ জানিয়েছেন, ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে,। এদিকে সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘এই সমস্ত কিছুর সঙ্গে তাঁর কোনও যোগসাজ নেই। এর পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র’।
এবার ইডির স্ক্যানারে রাউতের স্ত্রী। তাঁর নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী সংস্থা। গত রবিবার শুধুমাত্র শিবসেনা সাংসদের বাড়িতে হানা দিয়ে লক্ষাধিক টাকা উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। এমনকি জানা গিয়েছে, একনাথ শিণ্ডছ নাম লেখা একটি খাম থেকে ১০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। যদিওবা রাউত জানিয়েছেন, টাকাটি উদ্ধব ঠাকরের অযোধ্যা সফরের জন্য রাখা হয়েছিল।
গ্রেফতারের আগে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছিল উদ্ধব ঘনিষ্ঠকে। প্রায় মধ্যরাতে তাঁকে হেফাজতে নেয় ইডির আধিকারিকরা। এবার জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বর্ষা রাউতকে।