মহানগর ডেস্ক: ফের শহর থেকে উদ্ধার কোটি টাকা। বুধবার রাতে উল্টোডাঙার একটি আবাসনের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। সেখান থেকেই উদ্ধার হয়েছে প্রায় দেড় কোটি টাকা। তার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। যা থেকে বোঝা যাচ্ছে, এই আবাসনের বাসিন্দার সঙ্গে অনলাইন গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে ধৃত আমির খানের যোগাযোগ রয়েছে।
বুধবার সকাল থেকে উল্টোডাঙার ওই বহুতলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডির অফিসাররা। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটটি উমেশ আগরওয়াল নামক এক ব্যক্তির। এই কাণ্ডে উমেশের ছেলে রমেশ আগরওয়ালকে গ্রেফতার করেছে আর্থিক দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তাঁকে গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁর বক্তব্যে অসংগতি রয়েছে বলেই দাবি অফিসারদের।
ইডি সূত্রে জানা গিয়েছে, বহু গুরুত্বপূর্ণ নথি গতকাল বাজেয়াপ্ত করা হয়েছে। যা তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে আমির খানের সঙ্গে কিভাবে যোগাযোগ হল এই উল্টোডাঙ্গার বাসিন্দার? কতদিন ধরেই বা তাঁরা এই প্রতারণা কার্য চালাচ্ছিলেন? সমস্তটা খতিয়ে দেখছেন তদন্তকারী সংস্থার অফিসাররা।
প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গার্ডেনরিচের ব্যবসায়ী অনলাইন গেমিং অ্যাপের মালিক আমির খানের বাড়ি থেকে নগদ ১৮ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি৷ পরে ২৩ সেপ্টেম্বর গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।