Home Education অষ্টম শ্রেণী থেকে পরীক্ষা হতে চলেছে সেমিস্টারে! দেখে নিন নিয়মাবলী

অষ্টম শ্রেণী থেকে পরীক্ষা হতে চলেছে সেমিস্টারে! দেখে নিন নিয়মাবলী

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: শিক্ষা ব্যবস্থায় রাজ্য এবার আমূল বদল আনছে। জাতীয় শিক্ষানীতি যে মানছেন না শিক্ষামন্ত্রী তা আগেই জানিয়েছিলেন  । শিক্ষামন্ত্রী রাজ্য বিধানসভাতেও রাজ্যের অবস্থান স্পষ্ট করেছিলেন। এবার রাজ্যের শিক্ষানীতি কি হবে? সে বিষয়ে প্রাক-প্রাথমিক স্তর থেকে কলেজ বিশ্ববিদ্যালয় স্থল পর্যন্ত শিক্ষানীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হল।

এর পাশাপাশি উচ্চমাধ্যমিকে এমসিকিউ টাইপের প্রশ্ন থেকে শুরু করে সেমিস্টার পদ্ধতি সহ একাধিক বদল আনার সিদ্ধান্ত এদিন কার্যকরী করল। রাজ্যের তৈরি করা শিক্ষা নীতিতে বলা হয়েছে অষ্টম শ্রেণি বা তারপর থেকে সেমিস্টার পদ্ধতি চালুর ক্ষেত্রে মত রয়েছে শিক্ষা দফতরের। জাতীয় শিক্ষা নীতি পর্যালোচনাকারী কমিটিও এই সুপারিশ করেছে। তবে এখনই নয় তিন বছর ধরে ধাপে ধাপে এই পদ্ধতি চালু করা হবে।

কমিটি সেই সঙ্গে প্রাথমিক,উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের সিলেবাসও পুনর্মূল্যায়ন করবে। সর্বভারতীয় এবং আন্তর্জাতিক বোর্ডগুলির সিলেবাসও খতিয়ে দেখা হবে।উচ্চশিক্ষার সঙ্গে যাতে সামঞ্জস্য থাকে, তার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে সেমিস্টার চালুর সুপারিশ করেছে এই বিশেষ কমিটি।

You may also like