Home Education ক্লাস টেনে AI কোর্স! শিক্ষাব্যবস্থায় নবজাগরণ

ক্লাস টেনে AI কোর্স! শিক্ষাব্যবস্থায় নবজাগরণ

by Pallabi Sanyal
50 views

মহানগর ডেস্ক : আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স অর্থাৎ AI নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। যারা নিজের কেরিয়ার গড়তে চাইছে এআইকে কেন্দ্র করে তাদের জন্য সুখবর। স্কুল লেভেল থেকেই এআই নিয়ে পড়ার সুযোগ মিলবে এবার রাজ্যেই। শিক্ষাব্যবস্থায় নবজাগরণ।

বিভিন্ন গণমাধ্য়ম ইতিমধ্যেই এআই সঞ্চালিকাকে দিয়ে সংবাদ পাঠ করিয়ে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছে। সোশ্যল মিডিয়ার নানা পেজেই এখন দেখা যাচ্ছে এআই ম্যাজিক। এবার এআই নিয়ে পড়ার সুযোগ মিলবে স্কুলে। দশম শ্রেণির পড়ুয়া যাদের এই কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আগ্রহ রয়েছে তারা এনিয়ে একটা কোর্স স্কুলস্তরেই করতে পারে। উচ্চমাধ্যমিকস্তরে যাতে ফলিত আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও সাইবার সিকিউরিটি নিয়ে পড়া যায় সেক্ষেত্রে তারা দশম শ্রেণিতেই একটা প্রাথমিক ধারনা পেতে পারে।

উল্লেখ্য, যেটুকু খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্য়েই এ বিষয়ে স্কুলস্তরে চর্চা শুরু হয়েছে। পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের মতে, হায়ার সেকেন্ডারি স্তরে যারা মডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, কম্পিউটার সায়েন্স, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, অ্য়াপলায়েড আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স,সাইবার সিকিউরিটি নিয়ে যারা পড়তে চান তারা এই সর্টটার্ম কোর্সটা করে রাখতে পারেন। সূত্রের খবর, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অ্য়াপলায়েড আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ও সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করার জন্য় কোর্স আসছে।সেই সঙ্গেই মডার্ন কম্পিউটার অ্য়াপলিকেশন, কম্পিউটার সায়েন্স নিয়ে সিলেবাসে যে বিষয়গুলি আগে থেকেই রয়েছে তা আপডেট করা হবে। আর তার জেরে এবার ২০২৪ এর দশম শ্রেণির পড়ুয়াদের জন্য় আগাম ওয়ার্ম আপ কোর্স চালু করা হবে। এদিকে ১লা এপ্রিল এনিয়ে স্কুলস্তরে এই কোর্স চালু করার ব্যাপারে জানানো হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved