Home Education চিনে নিন JEE মেইনসে দেশে প্রথম হওয়া এই প্রত্যন্ত গ্রামের কৃষক সন্তানকে

চিনে নিন JEE মেইনসে দেশে প্রথম হওয়া এই প্রত্যন্ত গ্রামের কৃষক সন্তানকে

by Shreya Maji
13 views

মহানগর ডেস্ক:   কষ্ট করলে ঠিকই তার ফল মেলে। কঠিন অধ্যাবসায় এনে দিতে পারে সাফল্য সেটাই  প্রমাণ করেছে এক কৃষক সন্তান।গত দুই বছর ধরে অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মহারাষ্ট্রের ওয়াশিম জেলার একজন কৃষকের  সন্তান নীলকৃষ্ণ গজারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (JEE) মেইনসে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।

ওয়াশিমের প্রত্যন্ত গ্রাম বেলখেদ থেকে বাসিন্দা, নীলকৃষ্ণ পড়াশোনার জন্য একটি কঠোর সময়সূচী অনুসরণ করেছিলেন। তিনি জানিয়েছেন প্রতিদিন পরীক্ষার প্রস্তুতির জন্য ১০ ঘন্টারও বেশি সময় ব্যয় করেছেন। বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত জেইই মেইন-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ফোনে  সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, নীলকৃষ্ণের বাবা নির্মল গাজারে বলেছিলেন যে তার ছেলের সাফল্যে   আনন্দ প্রকাশ করার জন্য  তাঁর কাছে কোন শব্দ নেই।

নীলকৃষ্ণ তার প্রাথমিক শিক্ষা আকোলার রাজেশ্বর কনভেন্টে এবং ওয়াশিমের কারঞ্জা লাডের জে সি হাই স্কুলে  করেছেন। বাবা নির্মল গাজারে বলেছেন, “নীলকৃষ্ণ সবসময়ই একজন মেধাবী ছাত্র ছিলেন এবং খেলাধুলায় ভালো ছিলেন। তিনি তীরন্দাজে জেলা এবং জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন।”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved