Home Education পিএইচডিতে ভর্তি নিয়ে বড় ঘোষণা ইউজিসির

পিএইচডিতে ভর্তি নিয়ে বড় ঘোষণা ইউজিসির

বছরে ২ বার হয় নেট পরীক্ষা।

by Pallabi Sanyal
15 views

মহানগর ডেস্ক : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পিএইচডিতে ভর্তি নিয়ে বড় ঘোষণা করল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন তথা ইউজিসি।এই শিক্ষাবর্ষে পিএইচডির জন্য আলাদা করে কোনও পরীক্ষা হবে না। শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই ভর্তি হওয়া যাবে পিএইচডিতে। মূলত, ভর্তি প্রক্রিয়া সহজতর করতেই এই পদক্ষেপ।

প্রসঙ্গত, বছরে ২ বার হয় নেট পরীক্ষা। জুন ও ডিসেম্বরে। যাঁদের স্নাতোকোত্তরে ডিগ্রি রয়েছে তাঁরা এই নেট পরীক্ষায় বসতে পারেন। নেট দুটি বিষয়ের জন্য আয়োজিত হয়। একটি জুনিয়ার রিসার্চ ফোলোশিপ ও অপরটি সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য।

উল্লেখ্য, বেশ কিছু বিশ্ববিদ্যালয় পিএইচডিতে ভর্তির জন্য আলাদা করে পরীক্ষা আয়োজন করে। সেই জায়গা থেকে চলতি বছরে আলাদা করে পিএইচডিতে যাঁরা ভর্তি হতে ইচ্ছুক, তাঁদের আলাদা কোনও পরীক্ষা দিত হবে না।২০২০ সালের নয়া শিক্ষানীতিকে মেনেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। গত ১৩ মার্চ এই পিএইচডিতে ভর্তি নিয়ে ইউজিসির হাইভোল্টেজ বৈঠক হয়েছে। সেটি ছিল কমিশনের ৫৭৮ তম বৈঠক। সেখানেই বিশেজ্ঞদের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved