Home Lifestyle Egg Hacks : ডিম শুধু খাবেন ,না মুখেও মাখবেন? জানেন কি কত গুন?

Egg Hacks : ডিম শুধু খাবেন ,না মুখেও মাখবেন? জানেন কি কত গুন?

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : ডিম নামটা শুনলেই যেন জিভে জল এসে যায়। সেদ্ধ হোক কিংবা ভাজা অথবা পোচ। মুখের স্বাদকোরকে তৃপ্তি জাগায় ডিম। যদি অনেকে চুলের পরিচর্যায় ডিম ব্যবহার করে থাকেন তবে মুখের ক্ষেত্রে ডিমের অবদান ঠিক কি সেটা হয়তো অনেকেই জানেন না। ত্বক ঝকঝকে করতে কিন্তু ডিম অন্যতম। অনেকেই হয়তো এটা শুনে নাক সিটকোবেন। ভাববেন ডিমের যা গন্ধ তা মুখে লাগালে আর দেখতে হবে না। তবে যদি একবার গন্ধ উপেক্ষা করে লাগিয়ে ফেলেন তাহলে যে রূপ আপনি পাবেন তা বিশ্বাস করতে পারবেন না নিজেও।

চুলের পাশাপাশি ত্বকের যত্নেও ডিমের জুরি মেলা ভার। আসলে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। তাই চুল ত্বক দুটোতেই সৌন্দর্য বর্ধক হিসেবে কাজ করে। দেখে নিন ডিম দিয়ে তৈরি কিছু ফেসপ্যাক।

সবার আগে জানব ডিম কেন ত্বকের জন্য উপকারী। এতে রয়েছে উপকারী ফ্যাট। যা ত্বকের উজ্জ্বল্য বা দীপ্তি বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বক হাইড্রেট করে। আর সব থেকে বড় কথা হলো ডিমের সাদা অংশের জবাব নেই। এতে রয়েছে অ্যান্টি এজিং উপাদান। অর্থাৎ আইনলাইন বা বলি রেখা প্রতিরোধ করতে সক্ষম এটি। এছাড়া ডিমের মধ্যে রয়েছে সিবাম নিয়ন্ত্রণের ক্ষমতা। যাক ত্বকের অতিরিক্ত তেল বালি ময়লা দূর করতে সাহায্য করে।

যাদের ব্রণ বা অ্যাকনের সমস্যা রয়েছে তন্তু উপকারী ডিমের ফেস মাস্ক। ডিমের সাদা অংশ লেবু এবং সামান্য মধু মিশিয়ে ভালোভাবে একটি প্যাক তৈরি করুন। তারপর সেটি গোটা মুখে লাগিয়ে রাখুন মিনিট পনেরো মত। মুখ ধুয়ে নিয়ে হালকা ময়শ্চারাইজার লাগিয়ে ফেলুন।

যাদের অমসৃণ ত্বক সাদা অংশের সঙ্গে কমলালেবুর রস এবং অল্প একটু হলুদ মিশিয়ে ভালোভাবে একটি প্যাক তৈরি করুন। ত্বকের যাবতীয় ময়লা দাগ ছোপ ধুয়ে দেবে।

ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটিয়ে নিয়ে ফেনা মত করতে হবে। এবার সেটি মুখের সম্পূর্ণ অংশে ভালোভাবে লাগাতে হবে। মিনিট পনেরো মত রেখে তারপর ধুয়ে ফেলুন। প্রতিদিনের দূষণ মুখ থেকে ধুয়ে যাবে।

দই এবং ডিম চুলের জন্য যেমন উপকারী তেমন ত্বকেও উপকারী। যদি মুখের ত্বকে জেদি ট্যান পড়ে যায় চোখের নিমেষে তা মুছে ফেলবে এই ফেসপ্যাক।

You may also like