Home Entertainment Ekta Kapoor : ‘ভবিষ্যতে এ ধরনের পিটিশন জমা দিলে… ‘একতা কাপুরকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের

Ekta Kapoor : ‘ভবিষ্যতে এ ধরনের পিটিশন জমা দিলে… ‘একতা কাপুরকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের

by Oindrila Chakraborty
Ekta Kapoor : 'ভবিষ্যতে এ ধরনের পিটিশন জমা দিলে... 'একতা কাপুরকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের

মহানগর ডেস্ক : ভেবেছিলেন এক হয়ে গেল আরেক। দেশের সর্বোচ্চ আদালতের কাছে রক্ষাকবচ চাইতে গিয়ে জুটলো তীব্র ভর্ৎসনা। বলিউড প্রযোজক একতা কাপুরকে কার্যত চাঁচাছোলা ভাষায় দুষলেন সুপ্রিম কোর্ট। জানালেন দেশের তরুণ প্রজন্মের মন কলুষিত করছেন তিনি। পাশাপাশি দিলেন হুঁশিয়ারি, ভবিষ্যতে এ ধরনের আবেদন নিয়ে আদালতের দরজায় কড়া নাড়লো দিতে হবে কঠিন মূল্য।

বছর দুয়েক আগে অল্ড বাজাজ এর ব্যানারে তৈরি হয়েছিল একটি ওয়েব সিরিজ ‘এক্স এক্স এক্স আনসেন্সরড’। যেখানে ভারতীয় সেনা আধিকারিকদের স্ত্রীয়ের অসম্মানজনক দৃশ্য দেখানো হয়েছে। তারপর থেকেই একাধিক অভিযোগ আসতে শুরু করেছে তার বিরুদ্ধে। বিহারের বেগুসারাই আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের নামে।

২০২০ সালের ৬ই জুন প্রাক্তন সেনা আধিকারিক শম্ভু কুমারের তরফে আদালতে এক পিটিশন দাখিল করা হয়েছিল, তার ভিত্তিতেই সম্প্রতি জারি হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্ট। সুপ্রিম কোর্টে একতার হয়ে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি। একতা ও শোভা কাপুরের জন্য ‘রক্ষাকবচ’-এর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়েন আইনজীবী। একতার পক্ষ রেখে তিনি বলেন, এই দেশে প্রত্যেকের ‘ফ্রিডম অফ চয়েস’ রয়েছে। অর্থাৎ কে কী দেখবেন তার স্বাধীনতা রয়েছে। পাশাপাশি ওই বিতর্কিত ভিডিয়ো যে প্ল্যাটফর্মে দেখা গেছে তা সাবস্ক্রিবশন নির্ভর। ফ্রি-টু এয়ার নয়। 

সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তাগি এবং সিটি রবি কুমারের ডিভিশন বেঞ্চে রীতিমতো তিরস্কার জানানো হয় তার আইনজীবীকে। বলা হয়,’ এসব কি হচ্ছে। দেশের তরুণ প্রজন্মের মন কলুষিত করছেন আপনারা। একটা কিছু করা দরকার। প্রতিটি কনটেন্ট তো সবাই দেখতে পায়। আপনারা ঠিক কোন ধরনের চরিত্রের কথা বলছেন? তরুণ প্রজন্মকে নষ্ট করছেন আপনারা’।

একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন,’ দয়া করে আপনার মক্কেলকে বলে দেবেন শুধুমাত্র বেশি টাকা আছে মানে আইনজীবী নিয়োগ করার ক্ষমতা রাখছেন তিনি। আদালত আরবি কথা বলবেনা। এ ধরনের পিটিশন দাখিল করলে তার বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করবে আদালত’।

You may also like