Home Featured Congress: নির্বাচনে হতে পারে কারচুপি, ভোটার তালিকা প্রকাশ্যে আনতে সরব বিক্ষুব্ধরা

Congress: নির্বাচনে হতে পারে কারচুপি, ভোটার তালিকা প্রকাশ্যে আনতে সরব বিক্ষুব্ধরা

by Anamika Nandi

মহানগর ডেস্ক: বিগত কয়েকদিন ধরে গ্র্যান্ড ওল্ড পার্টির (Congress) সভাপতি নির্বাচন নিয়ে হইচই পড়ে গিয়েছে চারিদিকে। রাহুল গান্ধী সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর, কেউ সেই দায়ভার কাঁধে তুলে নেননি। অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন সনিয়া গান্ধী (Sonia Gandhi)। কিন্তু এখন তিনিও সেই দায়িত্বভার ঝেড়ে ফেলতে চাইছেন। এবার নির্বাচনের দিনক্ষণ প্রকাশ হতেই, নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক।

ভোটের তালিকায় কারচুপি হতে পারে বলে, দাবি জানিয়েছেন মণীশ তিওয়ারি ও কার্তি চিদম্বরমের মতো বিক্ষুব্ধরা। তাঁরা ভোটার তালিকা দলের সরকারি ওয়েবসাইটে প্রকাশের জন্য সরব হয়েছেন। বিক্ষুব্ধদের বক্তব্য, কাদের ভোটে সভাপতি নির্বাচন করা হবে? সেটা না জানা থাকলে প্রার্থীরা কার কাছে গিয়ে ভোট চাইবেন।

সাম্প্রতিককালে যা ঘটেছে তাতে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, নির্বাচনে অংশ নিচ্ছেন না গান্ধী পরিবারের কেউই। এবার তার জায়গায় ময়দানে কে নামছেন, সেটাই সামনে আসার অপেক্ষা। যেকেউ জিততে পারে, মনে করছেন বিশ্লেষকরা। তবে নিজেরা না নামলেও, পিছন থেকে নির্বাচন প্রভাবিত করতে পারে গান্ধী পরিবার। আর যার জেরে কারচুপি হতে পারে ভোটার তালিকায়। সেই কারণেই সেই তালিকা প্রকাশ্যে আনার জন্য সরব হয়ে উঠেছেন বিক্ষুব্ধরা। যাদের মধ্যে নাম রয়েছে আনন্দ শর্মা, কার্তি চিদম্বরম, শশী থারুর, মণীশ তিওয়ারির।

একদিকে আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনে নামতে পারেন থারুর ও তিওয়ারি। সেক্ষেত্রে ভোটের তালিকা না জানলে প্রচারে পিছিয়ে পড়তে পারেন তাঁরা। নিয়ম অনুযায়ী, হাত শিবিরের সভাপতির জন্য ১০ জন ভোটারের সমর্থন প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিক্ষুব্ধরা আশঙ্কা করছেন, যদি তাঁরা ভোটার তালিকায় না থাকেন যাঁদের সমর্থনে তাঁরা প্রার্থী হতে চাইছেন! তাহলে তাঁদের প্রার্থীপদ বাতিল হতে পারে। এছাড়া ভোটার তালিকার সামনে এলে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ হবে।

এমনিতে এআইসিসি সদস্য, শাখা সংগঠনের সদস্য সহ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যদের মিলিয়ে মোট ৯০০০-এর কাছাকাছি ভোটার এই নির্বাচনে ভোট দেবেন। এদিকে দলের নির্বাচন কমিটি জানিয়ে দিয়েছে, এইরকমভাবে প্রকাশ্যে আনা যাবে না ভোটার তালিকা।

You may also like