মহানগর ডেস্কঃ এলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই সংস্থার প্রায় ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন । বহু বিতর্কের পরে যদিও ছাঁটাই হওয়া কর্মীদের আবার কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিল টুইটার। এবার টুইটারের মতই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ফেসবুক। গণ ছাঁটাইয়ের পথেই হাঁটল বিশ্বের বৃহত্তম সোশ্যাল মিডিয়া সংস্থা মেটা।
কোম্পানির সিইও মার্ক জুকেরবারগ একটি ব্লগ পোস্টে জানান, আয়ের তুলনায় সম্প্রতি কোম্পানিতে ব্যয় বেড়েছিল অনেকটাই। ফলত লাভের মুখ দেখার উপায় হচ্ছিল না। এই কারণেই ১১,০০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এই কোম্পানি।
বুধবার একটি ব্লগ পোস্টে মার্ক জুকেরবারগ জানিয়েছেন, তিনি কোম্পানির আকার প্রায় ১৩ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলত ১১,০০০ এরও বেশি প্রতিভাবান কর্মচারীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ব্লগ পোস্টে কোম্পানির খরচ কমানোর জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আপাতত কোম্পানিতে নিয়োগ প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ছাঁটাই হওয়া এই ১১,০০০ কর্মীকে আগামী ১৬ সপ্তাহের বেসিক বেতন দেওয়া হবে। একইসঙ্গে প্রতি বছর কাজের জন্য অতিরিক্ত ২ সপ্তাহের বেতনও পাবেন ছাঁটাই হওয়া কর্মীরা।
২০০৪ সালের পরে এই প্রথম বাজেট কমানোর জন্য এত বড় সিদ্ধান্ত নেওয়া হল ফেসবুক ওরফে মেটা সংস্থার পক্ষ থেকে। বিশেষজ্ঞদের মতে, বিগত মাসগুলিতে কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনের ব্যবসায় উল্লেখযোগ্য পতন হয়েছে। একইসঙ্গে মার্কিন অর্থনীতি মন্দার মুখে দাঁড়িয়ে আছে। একই্সঙ্গে ভার্চুয়াল রিয়েলিটি এবং মেটাভারসে বিপুল লগ্নি করেছে ফেসবুক। সব মিলিয়ে ঘুরে দাঁড়াতে মেটার কাছে কর্মী ছাঁটাই করা ছাড়া কোনও উপায় ছিল না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।