Home Entertainment ELON MUSK : মাস্কের মদতেই টুইটারে ফিরছে আমাজন

ELON MUSK : মাস্কের মদতেই টুইটারে ফিরছে আমাজন

by Arpita Sardar

মহানগর ডেস্কঃ এলন মাস্কের বার্তা পেয়ে এবার টুইটারে বিজ্ঞাপন দেওয়ার পরেই টুইটারে ফিরে আসার সিদ্ধান্ত নিল অ্যামাজন। খুব তাড়াতাড়ি ফের টুইটারে দেখা যাবে আমাজনের বিজ্ঞাপন। এই জন্য প্রতি বছর ১০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে ই – কমার্স সংস্থাটি।

এলন মাস্ক টুইটার কিনতেই অনেক বিজ্ঞাপনদাতা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরেছিল। অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হতেই পরে বিজ্ঞাপনদাতাদের বার্তা দিয়েছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি। এবার এলন মাস্কের ডাকে সাড়া দিয়ে টুইটারে বিজ্ঞাপন দেওয়ার কথা পুনর্বিবেচনা করেছে বিভিন্ন কোম্পানি। সম্প্রতি অ্যামাজনের তরফে জানানো হয়েছে, টুইটারে বিজ্ঞাপনে ফিরবে মার্কিন সংস্থাটি। প্রতি বছর এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে ১০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে অ্যামাজন।

এলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরে যে সংস্থাগুলি এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফরমে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে অন্যতম অ্যামাজন। একটি টুইট বার্তায় দাবি করা হয়েছে, প্রতি বছর টুইটারে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করেছে অ্যামাজন। অ্যামাজন ছাড়াও টুইটারে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অপর এক জনপ্রিয় মার্কিন টেক সংস্থা Apple।

সম্প্রতি এলন মাস্ক এও জানিয়েছেন, টুইটারে বৃহত্তম বিজ্ঞাপনদাতা অ্যাপেল। গত সপ্তাহেই অ্যাপেল কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন এলন মাস্ক। এরপরেই টুইটারে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্তের ফিরে এসেছে বিশ্বের বৃহত্তম টেক কোম্পানি।

এলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পরেই শিরোনামে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রথমে কর্মী ছাঁটাই ও পরে কিছু ছাঁটাই হওয়া কর্মীকে ফিরিয়ে নেওয়ায় বিতর্কে জড়িয়েছিলেন এলন। এছাড়াও প্রোফাইলে ভেরিফিকেশন ব্যাজের জন্য বাধ্যতামূলক করা হয়েছে সাবস্ক্রিপশন। টুইটারকে এভ্রিথিং অ্যাপ তৈরির পথেই এই মুহূর্তে হাঁটছেন এলন।

You may also like