Home Featured Sri Lanka: জল্পনার অবসান, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বিক্রমসিংহে

Sri Lanka: জল্পনার অবসান, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বিক্রমসিংহে

by Anamika Nandi
Sri Lanka: জল্পনার অবসান, শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বিক্রমসিংহে

মহানগর ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার (Sri Lanka) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমসিংহে (Ranil Wickremesinghe)। আগেই প্রত্যাশা ছিল। ঘটল ঠিক তেমনটাই। ১৩৪টি ভোট পেয়েছেন বিক্রমসিংহে। এদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী আলহাপ্পেরুমা পেয়েছেন ৮২টি ভোট। বামপন্থী নেতা পান মাত্র তিনটি ভোট। ২২৫ আসনের পার্লামেন্টে ২১৯টি ভোট বৈধ বলে বিবেচিত হয়।

বর্তমানে আর্থিক পরিস্থিতি চরমে পৌঁছেছে দীপরাষ্ট্রের। রাষ্ট্রপতির পদ ছেড়েছেন গোতাবায়া রাজাপক্ষে। এবার সেই জায়গায় বসছেন ৬ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা রনিল। তবে তাঁকে সমর্থন জানিয়েছে রাজাপক্ষের দলই। যাকে কেন্দ্র করে আপত্তি তুলেছিল আমজনতা। রাজাপক্ষ পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত বিক্রমসিংহে। তবে মনে করা হচ্ছে, ক্ষমতায় এসে তিনি কড়া হাতে শাসন করবেন দেশকে। অশান্ত লঙ্কাকে শান্ত করতে পারেন তিনি। যেভাবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়ে জরুরি অবস্থার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাতে আশার আলো দেখছেন অনেকেই।

বুধবার ভোটাভুটি শুরুর আগে তাঁর সমর্থনে কথা বলতে দেখা গিয়েছে বিরোধী শিবিরের সাংসদ ধর্মলিঙ্গমকে। জয় লাভের পর জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন বিক্রমসিংহে। বলেছেন, “দেশ অত্যন্ত সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে পার হচ্ছে। সামনে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ রয়েছে। পারস্পরিক সহযোগিতায় একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে”। শেষমেষ দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসেছেন রনিল বিক্রমাসিংহেই।

You may also like