Home Entertainment Entertainment : ফের জুটিতে কমল হাসান-মনিরত্নম! ৩৫ বছর পর ফের একসঙ্গে কাজ মহারথীদ্বয়ের

Entertainment : ফের জুটিতে কমল হাসান-মনিরত্নম! ৩৫ বছর পর ফের একসঙ্গে কাজ মহারথীদ্বয়ের

by Oindrila Chakraborty

মহানগর ডেস্ক : কমল হাসান এবং মনিরত্নম এই দুজনের জুটি যেন সোনার পাথর বাটি। অর্থাৎ সহজে পাওয়া যায় না। একসঙ্গে কাজ করেছেন বটে তবে সেসব অতীত। বর্তমানে চেনা ময়দানে আলাদা আলাদা ভাবে সফল দুজনে। আজ নিজের জন্মদিনের আগে কমল হাসান ঘোষণা করলেন এক নতুন প্রজেক্টের কথা। জানালেন হাসান এবং রত্নমের যৌথ প্রযোজনায় আছে এক নতুন তামিল ছবি। শুধু কি তাই? সংগীতের পরিচালনার দায়িত্ব সামলাবেন এ আর রহমান।

রবিবার সন্ধ্যায় নিজেই টুইট করে জানিয়েছেন এই খবর কমল। লিখেছেন,’ আমরা আবার পথ চলার জন্য প্রস্তুত’। যদিও ছবির নাম এখনো জানা যায়নি। তবে সূত্রের খবর বলছে ‘কেএইচ ২৩৪’ হতে পারে ছবির নাম।

তবে কমল এবং মনি রত্নমের জুটি ফিরছে শুনে খুশি নেটিজেনরা। কেউ বলছেন অপ্রত্যাশিত খবর একেবারে। আবার কেউ কেউ বলছেন দুই ক্রিংবদন্তির পুনর্মিলন। স্বাভাবিকভাবে ৩৫ বছর পর দুই কিংবদন্তীর একসঙ্গে কাজ করাতে খুশি প্রত্যেকে।

You may also like