মহানগর ডেস্ক : বাঙালি মানেই মাছ ভাত। বাঙালিদের এই খাবার রসিকতা যেন প্রত্যেকের কাছে পেটেন্ট ছাড়া কন্টেন্ট। ঠিক যেমন বাঙালি দেখলেই জল খাব ভাত খাব মাছ খাব এসব বলে বসেন অবাঙালিরা। আবার অনেকে তাদের স্বভাব চরিত্রের বৈশিষ্ট্য নিয়েও মন্তব্য করেন। সম্প্রতি তেমনি এক বেঁফাস মন্তব্য করে বসেন অভিনেতা পরেশ রাওয়াল। বিজেপির এক রাজনৈতিক সভাতে বাঙালি জাতির মাছ ভাত নিয়ে কথা বলতে গিয়েই এমন কাণ্ড করেছেন বর্ষিয়ান অভিনেতা। একটা বাঙালি মোটেই ছেড়ে দেবার পাত্র নয়। সোশ্যাল মাধ্যম থেকে শুরু করে সর্বত্র টিপ্পনি কাটছেন প্রত্যেকে। এবার সেই তালিকায় এলেন ঋত্বিক চক্রবর্তী।
বেশ কিছুদিন ধরে সোশ্যাল মাধ্যমে একটি পুতুল নিয়ে হাজির হচ্ছেন ঋত্বিক। তবে সেটি যে সে পুতুল নয়। সমাজ নিয়ে বেশ চিন্তিত সেই পুতুল। মাঝেমধ্যে সমাজ যেহেতু এক কথা বলেও সে। অভিনেতাকে তিনি বড়দা বলে ডাকেন। এবার তাকেই পরেশ রাওয়াল যার নাম পাল্টে পার্শে বাওয়াল। ঋত্বিকের কাছে জানতে চান সে নাকি বাঙ্গালীদের অপমান করেছে। যদিও অভিনেতা বলেছেন জাতিবিদ্বেষী রাজনৈতিক মত ওর। এসব পাত্তা না দিয়ে পুতুল বলেছে,’ গাধার ডাকে কি তানসেন অপমানিত হয়?’ এমনই আরো মজার মন্তব্য করেছেন পুতুল।
প্রসঙ্গত, গুজরাটের বিধানসভায় নির্বাচনে গিয়ে বাঙালিকে মাছে ভাতে বলে বেফাঁস মন্তব্য করেছেন পরেশ রাওয়াল। যদিও পরবর্তীকালে চাপের মুখে পড়ে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। রোহিঙ্গা এবং বাংলাদেশীদের অনুপ্রবেশকে ঘিরে মন্তব্য করতে গিয়ে এমন বলে বসেছেন অভিনেতা। তবে চাপের মুখে পড়ে শুক্রবার ক্ষমা চেয়েছেন তিনি। টুইটারে জানিয়েছেন,’ মাছটা কোন ইস্যু নয়। ওটা গুজরাটি রাও রান্না করে। বাঙালি বলতে আমি বলতে চেয়েছি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাঙ্গালীদের। যদি আমার মন্তব্য আপনাদের ভাবা মেঘে আঘাত করে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী’।