Home Entertainment সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির কন্যা ইরা, জানুন পাত্রটি কে 

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আমির কন্যা ইরা, জানুন পাত্রটি কে 

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক:  বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খানের কন্যা ইরা খান। পরের বছরই অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে এখনো পর্যন্ত খবর।   ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব পরিবার-পরিজন আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারবেন দুজনে। উদয়পুরে করা হবে বিয়ের আয়োজন, এমনটাই খবর প্রকাশ্যে এসেছে।

আমির-কন্যা ইরার দীর্ঘদিনের প্রেমিক নুপূর। সোশ্যাল মিডিয়ায় হবু স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেন ইরা। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর , তিনদিন ধরে হবে তাদের বিয়ের আয়োজন। ৩ জানুয়ারি, ২০২৪-এ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন আমির কন্যা ইরা ও নূপুর। রাজস্থানে রাজকীয় স্টাইলে বিয়ে হবে বলে জানা গিয়েছে। ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে বিয়ে সারবেন আমির খান ও তাঁর প্রাক্তন স্ত্রী রীনা দত্তের কন্যা ইরা আর তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর। ফিল্ম ইন্ডাস্ট্রির তেমন কেউই উপস্থিত থাকবেন না বলেই খবর। আমির খান অত্যন্ত উৎসাহের সঙ্গে মেয়ের বিয়ের প্ল্যানিং সারছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে ইতালিতে এক ট্রায়াথলনে ইরাকে প্রপোজ করেন নুপূর। তারপরেই ধুমধাম সহকারে দুজনের এনগেজমেন্ট হয়।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই ইরার বিয়ে নিয়ে একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। আগামী ৩অক্টোবর নাকি বিয়ে সারতে চলেছেন তিনি। তবে এইসব জল্পনায় জল ঢালেন ইরা নিজেই। তিনি জানান, “না না… ৩ অক্টোবর বিয়ে করছি না! পরে। আপনারা সকলেই জানতে পারবেন কারণ আমি নিজেই এত উত্তেজিত থাকব যে তা চোখে পড়তে বাধ্য।”

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved