Home Entertainment সিনেমা বা সিরিয়ালের জন্য কত পারিশ্রমিক নেন, মুখ খুললেন অপারাজিতা আঢ্য

সিনেমা বা সিরিয়ালের জন্য কত পারিশ্রমিক নেন, মুখ খুললেন অপারাজিতা আঢ্য

by Shreya Maji
3 views

মহানগর ডেস্ক:  ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সব জায়গাতেই অপরাজিতা আঢ্যর জুরি মেলা ভার। বয়সকে তুরি মেরে এখনকার দিনের নায়িকাদের গুনে গুনে এখনও গোল দিতে পারেন তিনি। তবে ইদানিং অনেকেই বলছেন তিনি নাকি অতিরিক্ত পরিমাণ পারিশ্রমিক নিচ্ছেন। অভিনেত্রীকে দেখা যাচ্ছে এখন ঘরে ঘরে জী বাংলা নামের একটি পারিবারিক অনুষ্ঠানে। তবে এর মধ্যেই আবার সামনে এসেছে তাঁর নতুন বাংলা ধারাবাহিক “জল থই থই ভালোবাসা” প্রমো। অপরাজিতা যে পরিমাণ টাকা নিচ্ছেন তা সত্যিই সবাইকে অবাক করেছে। সত্যিই কি তিনি অতিরিক্ত পারিশ্রমিক নিচ্ছেন। আসুন জেনে নেওয়া যাক আসল ব্যপার।

কিছুদিন আগে অপরাজিতার অভিনিত একটি সিনেমা “চিনি ২” মুক্তির দুই দিন আগে তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তাকে বলতে শোনা গিয়েছিল যে তাকে নিতে গেলে বড় অঙ্কের টাকার হিসেব লাগবে।এছাড়াও  অভিনেত্রী বলেছিলেন তাঁকে সিরিয়ালে নিতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হবে। তবে যাই হোক  জি বাংলার লক্ষ্মী কাকিমাকে  এবার দেখা যাবে স্টার জলসাতে “জল থই থই ভালোবাসা” নামক ধারাবাহিকে।  তবে পারিশ্রমিক নিয়ে যা কিছু চর্চা চলছে তা রটনা বলেই দাবি করেছেন অভিনেত্রী। এক প্রশ্নের জবাবে বলেন  বলেন, তাঁকে নিতে গেলে গল্পের কথা ভাবতে হবে, চরিত্র নিয়ে এবং তার পাশাপাশি অর্থের দিকটাও ভাবাটা জরুরী। তবে এর পরেই তিনি জানান তিনি কখনোই বলেন নি তাকে নিতে গেলে অনেক টাকা লাগবে।  একটি উদাহরণ দিয়ে বলেন যে তিনি যদি বুম্বাদাকে নিয়ে কোনো কাজ কাজ করেন তো সেক্ষেত্রে গল্পের পাশাপাশি আর্থিক দিকটাও তো তাকে দেখতে হবে কারণ একজন সিনিয়ার শিল্পীকে তিনি তো কখনোই যা খুশি দিতে পারেন না। তাঁর কথাগুলো অন্যভাবে প্রকাশ করা হয়েছে বলে অপরাজিতা অভিযোগ করেছেন।

আগামী ২৫ সেপ্টেম্বর রাত ৯টায় স্টার জলসায় দেখতে পাওয়া যাবে “জল থই থই ভালোবাসা” নামক বাংলা ধারাবাহিক।  একই সঙ্গে  জি বাংলাতে সেই দিন শুরু হতে চলেছে “মিলি”। মা এবং মেয়ের সম্পর্কের সমীকরণ ফুটে উঠেছে “জল থই থই ভালোবাসা” নামক বাংলা ধারাবাহিকে। এখানে অপরাজিতার মেয়ের ভূমিকায় দেখা যাবে অনুশা বিশ্বনাথনকে। এই সিরিয়ালে অপরাজিতার চরিত্রের নাম কোজাগরী বসু। টিজারে দেখা যাচ্ছে যে মা রান্না ঘরে গুনগুন করে গান এবং নাচ করছে সেই সময় তার মেয়ে চলে আসে ভ্লগিং করতে।  মা মেয়েকে নিয়ে তৈরি এই সিরিয়াল দর্শকরা কতটা আপন করে নেয় সেটাই এখন দেখার অপেক্ষা।

You may also like