মহানগর ডেস্ক: রশ্মিকা মন্দানা, ক্যাটরিনা কাইফের পর এবার আরেক অভিনেত্রী কাজল। অভিনেত্রী কাজলের ডিপ ফেক ভিডিও ও ফোটো অনলাইনে প্রচার হওয়ার পর রীতিমতো হইচই শুরু হয়েছে। ক্লিপটিতে দেখা গিয়েছে কাজলের মুখ বসিয়ে ক্যামেরার মুখোমুখি হয়ে তাঁকে অশালীনভাবে পোশাক বদলাতে। একাধিক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম জানিয়েছে পোশাক বদলানোর ভিডিওটি ইংরেজি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিয়ারের। যিনি মূলত ভিডিওটি গেট রেডি উইথ মি ট্রেন্ড-এ টিকটকে ক্লিপটি পোস্ট করেছিলেন, যাকে কাজলের ভিডিও বলে চালানো হয়েছে। ডিপফেক ভিডিওটি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। যা দেখে অনেকেই মনে করেন পোশাক বদলানোর ভিডিওটি কুছ কুছ হোতা হ্যায় ছবির নায়িকা কাজলের।
তবে বুমলাইভ ও অন্যান্য ওয়েব সাইটগুলি জানিয়েছে ভিডিওটি আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে। এআইয়ের ভিডিওয় একজনের মুখ ও ছবি নিখুঁতভাবে বদলানোর ক্ষমতা রয়েছে। সেইসঙ্গে তথ্যের কারচুপিও করা হয়ে থাকে। ব্রিটিশ ইনফ্লুয়েন্সিয়ার রোজি ব্রিন ভিডিওটি ২০২৩ সালের জুন মাসের পাঁচ তারিখে টিকটকে পোস্ট করেছিলেন। যদিও সম্পাদিত ভিডিওটিতে ব্রিনের মুখের বদলে কাজলের মুখ বসিয়ে দেওয়া হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে পোশাক বদলাচ্ছেন কাজল। এর আগে বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের ডিপফেক ঘিরে প্রবল অসন্তোষ দেখা যায়। ক্যাটরিনার ছবি টাইগার থ্রি থেকে নিয়ে ছবিটিতে কারচুপি করা হয়েছে। ক্যাটরিনার আগে অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিফফেক ভিডিওটি নিয়ে প্রবল অশান্তি দেখা যায়। এমনকী বিগ বিও আইনি পদক্ষেপ নেওয়ার পক্ষে জোর সওয়াল করেন। পুলিশ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে এ ব্যাপারে বিহারের উনিশ বছরের একজনকে জিজ্ঞাসাবাদ করে। সে প্রথম ডিপফেক ভিডিওটি সোশ্যাল মিডিয়া আপলোড করেছিল।