Home Entertainment দাম্পত্যের অবনতির কারণে বিচ্ছেদ হলেও অটুট বন্ধুত্ব! এখনো একই বহুতলে থাকেন আমির কিরণ

দাম্পত্যের অবনতির কারণে বিচ্ছেদ হলেও অটুট বন্ধুত্ব! এখনো একই বহুতলে থাকেন আমির কিরণ

by Sushama
36 views

মহানগর ডেস্ক: বিবাহবিচ্ছেদ সম্পর্কে তিক্ততা নয়। আলাদা হয়েছেন বহুদিন। কিরন আমির খানের দ্বিতীয় বিচ্ছিন্ন স্ত্রী। তাও তথাকথিত মিথ ভেঙে দিলেন তিনি। একেবারেই মানতে চান না কিরণ(Kiran Rao)। এবার বড় খোলসা করলেন আমির খানকে(Amir Khan)নিয়ে। জানালেন তাদের সম্পর্কের রসায়ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরন জানিয়েছেন,”আমির এখন আমার খুব ভাল বন্ধু।”প্রথম স্ত্রী রিনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিরণের হাত ধরেন আমির!

কিন্তু সে সম্পর্কও টেকেনি বেশিদিন। তবে বিয়ে ভাঙলেও দু’জন একে-অপরের থেকে হারিয়ে যাননি। সুসম্পর্ক বজায় রেখেছেন। শুধু কিরণ নয়। প্রথম স্ত্রী রিনার সঙ্গে যোগাযোগ আছে আমিরের। প্রেম বিয়ে সম্পর্ক সমাজে এই নিয়ে দারুণ মতভেদ। বিচ্ছেদ এর পর মুখ দেখাদেখি বন্ধ, কুৎসা, অপপ্রচার এসব তো হামেশাই ঘটে থাকে। কিন্তু এসব কিছু থেকে অনেক দূরে আমির-কিরন। সমাজের বুকে তারা ব্যতিক্রমী বটে। এমনটাই তো হওয়া উচিত। বেশ কয়েকবছর আগে দাম্পত্য থেকে বেরিয়ে এসেছেন তাঁরা। তবুও এখনো অটুট বন্ধুত্ব। থাকেন একই ফ্ল্যাটে।

 সম্প্রতি ‘লা পাতা লেডিস’-এর প্রচারে এসেছিলেন কিরন। সেখানে কথা প্রসঙ্গে উঠে আসে তাদের বন্ধন এর কাহিনী। কেন তাঁরা একসঙ্গে থাকেন? সে প্রসঙ্গে খোলাখুলি কথা বললেন কিরণ। কিরন বলেন, “কাছের বন্ধুর সঙ্গে যতটা যোগাযোগ থাকে, আমাদেরও তাই আছে। আমরা এখনও একটি পরিবারের মতোই থাকি।”একই বিল্ডিংয়ের মধ্যে আলাদা দুটি ফ্ল্যাটে থাকেন আমির-কিরণ।

তাঁর আরও সংযোজন বিচ্ছেদের পরে যে বন্ধুত্ব বাঁচিয়ে রাখা যায়, এবং বন্ধুত্ব অটুট রাখতে যা যা করণীয় সেটা খুব ভাল করে জানেন আমিরও। দাম্পত্য সম্পর্কের অবনতির প্রভাব ছেলের উপর পড়তে দিতে চান না দু’জনের কেউই। তাই তাঁদের এই গঠনমূলক সিদ্ধান্ত। আর তাই নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হলেও কাছাকাছি থাকার চেষ্টা করেন উভয়েই। সংসার ভাঙার পর স্বামী-স্ত্রী দু’জনে কাছাকাছি থাকছেন সমাজের চোখে তা একেবারেই স্বাভাবিক নয়। তবে সমাজের যে পরোয়া করেন না কিরণ। সেটা বরাবরের মত আজও তা স্পষ্ট করেছেন তিনি। কিরণ বলেন, ”সমাজের কথা ভাবতে গেলে নিজেদের ভাল থাকা হবে না। আমরা আমাদের সম্পর্ক কোন পথে চালনা করব, তা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে বাইরের কাউকে কৈফিয়ত দিতে চাই না।”

You may also like