Home Entertainment টি-শার্টের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করলেন অনন্যা পাণ্ডে, এটাই লিখলেন… 

টি-শার্টের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ করলেন অনন্যা পাণ্ডে, এটাই লিখলেন… 

by Mahanagar Desk
18 views

মহানগর ডেস্ক: বলিউডের বেশ জনপ্রিয় দুটি মুখ আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। তাঁদের দুজনকে নিয়ে যেনো চর্চার কোনো শেষই নেই। বেশ কয়েকদিন ধরেই বলিউডে আলোচনা-পর্যালোচনা চলছে আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেম নিয়ে। তারকা জুটি কোথায় যাচ্ছেন,কখন কী করছেন? চর্চার শেষ নেই সেসব নিয়ে।অপরদিকে, অনন্যা ও আদিত্য প্রেম করলেও, কেউই পুরো ব্যাপারটি এখনই সামনে আনতে চান না।

চেপেও রাখতে পারছেন না আবার প্রকাশ্যে বলছেনও না। কিন্তু কতদিন আর চেপে রাখবেন।অনন্যা পাণ্ডে যেন এবারে টি-শার্টের মাধ্যমেই আদিত্য রায়কাপুরের প্রতি জানিয়ে দিলেন ভালোবাসা।অভিনেত্রীকে সম্প্রতি গোলাপি এই টি-শার্টে বিমানবন্দরে দেখা যায়। তাতেই নেটদুনিয়ায় শোরগোল ছড়িয়ে পড়েছে।

অনন্যাকে টি-শার্ট ও প্যান্ট পরে বিমান বন্দর থেকে বের হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে। অভিনেত্রীর টি-শার্টের বাম দিকের নিচে ছোট্ট একটি সাদা আয়তাকার জায়গায় কালো অক্ষরে লেখা কাপুর।নেটিজেনদের নজর এড়ায়নি লেখাটি ছোট হলেও। নেটিজেনদের মতে,অভিনেত্রী ছোট্ট শব্দেই প্রেমিক আদিত্যর প্রতি নিজের অনুরাগ ব্যক্ত করলেন।

You may also like