মহানগর ডেস্ক: বলিউডের বেশ জনপ্রিয় দুটি মুখ আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। তাঁদের দুজনকে নিয়ে যেনো চর্চার কোনো শেষই নেই। বেশ কয়েকদিন ধরেই বলিউডে আলোচনা-পর্যালোচনা চলছে আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডের প্রেম নিয়ে। তারকা জুটি কোথায় যাচ্ছেন,কখন কী করছেন? চর্চার শেষ নেই সেসব নিয়ে।অপরদিকে, অনন্যা ও আদিত্য প্রেম করলেও, কেউই পুরো ব্যাপারটি এখনই সামনে আনতে চান না।
চেপেও রাখতে পারছেন না আবার প্রকাশ্যে বলছেনও না। কিন্তু কতদিন আর চেপে রাখবেন।অনন্যা পাণ্ডে যেন এবারে টি-শার্টের মাধ্যমেই আদিত্য রায়কাপুরের প্রতি জানিয়ে দিলেন ভালোবাসা।অভিনেত্রীকে সম্প্রতি গোলাপি এই টি-শার্টে বিমানবন্দরে দেখা যায়। তাতেই নেটদুনিয়ায় শোরগোল ছড়িয়ে পড়েছে।
অনন্যাকে টি-শার্ট ও প্যান্ট পরে বিমান বন্দর থেকে বের হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে। অভিনেত্রীর টি-শার্টের বাম দিকের নিচে ছোট্ট একটি সাদা আয়তাকার জায়গায় কালো অক্ষরে লেখা কাপুর।নেটিজেনদের নজর এড়ায়নি লেখাটি ছোট হলেও। নেটিজেনদের মতে,অভিনেত্রী ছোট্ট শব্দেই প্রেমিক আদিত্যর প্রতি নিজের অনুরাগ ব্যক্ত করলেন।