Home Entertainment চার্মিং অবতার থেকে বেরিয়ে রুদ্র রূপে রণবীর, প্রকাশ্যে ‘অ্যানিম্যাল’-এর টিজার

চার্মিং অবতার থেকে বেরিয়ে রুদ্র রূপে রণবীর, প্রকাশ্যে ‘অ্যানিম্যাল’-এর টিজার

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: রণবীর কাপুরের ৪১ তম জন্মদিন উপলক্ষে মুক্তি পেল ‘অ্যানিম্যাল’-এর টিজার। ছবিটি প্রথমে গত ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা থাকলেও কিছু প্রোডাকশন গাফিলতির কারণে ছবিটি আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। টিজারের প্রথমেই রশ্মিকা রণবীরকে জিজ্ঞস করলেন তিনি কি বাচ্চার কথা ভেবেছেন? উত্তর এল ‘হ্যাঁ, আমিও বাবা হতে চাই।’ এরপরই রশ্মিকা বললেন, ‘তুমি তোমার বাবার মতো হতে চাও না তাই না?’

রশ্মিকার এই প্রশ্নেই বেজায় চটলেন রণবীর কাপুর। ঠিক তখনই তাঁর মনে এল ছোটবেলায় বাবার হাতে একের পর এক চড় খাওয়ার কথা। ছবির টিজার জুড়ে রয়েছে বাবা ও ছেলের তিক্ত সম্পর্কের নানা মূহুর্ত! ছবিতে আক্রমনাত্মক বাবা হয়েছেন অনিল কাপুর ও তাঁর ছেলে রণবীর। বাবার সঙ্গে যতই খারাপ সম্পর্ক থাকুক না কেন, বাবাকে খুবই ভালোবাসেন ছেলে রণবীর। ২মিনিট ২৬ সেকেন্ডের টিজার ভিডিওতে আরও দেখা গেল, বেশকিছু অ্যাকশন দৃশ্য, কার চেজিং দৃশ্য, রক্তপাত সহ নানান দৃশ্য। সবশেষে একাধিক গুলিতে ঝাঁঝরা হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেল রণবীরকে। ব্যকগ্রাউন্ডে রণবীর বলছেন, ‘এ তো সবে শুরু পাপা, এখনও অনেক কাজ বাকি।’

রণবীর কাপুরকে চার্মিং লুকেও দেখা গিয়েছে এবং রক্তাক্ত রুদ্র রূপেও দেখা গিয়েছে। তবে ছবির মূল কাহিনীর কোনো আভাস মেলে নি। টিজারটি শেষ হয় ববি দেওলকে দিয়ে, তবে তাঁকে শুধুই ছুরি হাতে ইশারা করতে দেখা যায়। টিজারেই স্পষ্ট, এই ছবিতে বিধ্বংসী, ভয়ানক চেহারায় ধরা পড়বেন রণবীর কাপুর। এই প্রথম এরকম চার্মিং লুক থেকে বেরিয়ে অ্যাকশন লুকে ধরা দিলেন, সুতরাং বোঝাই যাচ্ছে ছবিটি উত্তেজনায় পরিপূর্ণ। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করছেন, রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মন্দানা, ববি দেওল, পরিণীতি চোপড়া, তৃপ্তি দিমরি।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved