Home Entertainment অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং-এর মঞ্চ মাতালেন অরিজিৎ সিং, জানেন কি কনসার্ট পিছু তাঁর পারিশ্রমিক কত?

অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং-এর মঞ্চ মাতালেন অরিজিৎ সিং, জানেন কি কনসার্ট পিছু তাঁর পারিশ্রমিক কত?

arjit singh concert charge know all details

by Mahanagar Desk
175 views

মহানগর ডেস্কঃ বর্তমানে সঙ্গীত জগতের শীর্ষে যারা রাজ করছেন তাঁদের মধ্যে অন্যতম একজন হলেন অরিজিৎ সিং। যার গান মুগ্ধ করে চলেছে আট থেকে আশি, সকল বয়েসী মানুষদের।যার গলায় প্রাণ পায় যেকোনও ভাষার গান। সম্প্রতি আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। বরাবরই ভীষণ সাদামাটা ব্যাক্তিত্বের মানুষ অরিজিৎ। নিজের এলাকায় আর পাঁচটা সাদারণ মানুষের মতোই ঘোরাফেরা করতে দেখা যায় গায়ককে। আর যা রীতিমত ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তবে ব্যাক্তি জীবনে তিনি ভীষণ সাদারণ হলেও কনসার্টে গান করার জন্য বেশ বড় রকম পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। তাঁকে একবার চোখের সামনে থেকে দেখার জন্য অপেক্ষা করে থাকে প্রচুর ভক্ত।

আম্বানি পুত্র-অনন্তের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে মঞ্চমাত করা গান এবার ভাইরাল হয়েছে নেট পাড়ায়। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে কখনও শ্রেয়া ঘোষালের সঙ্গে কখনও এবার একাই মঞ্চে ঝড় তুলেছেন গায়ক। এদিন সকালেই স্ত্রী কে নিয়ে আম্বানি পরিবারে এসে যোগ দেন অরিজিৎ। তবে জানেন কি, অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং অনুষ্টানে গান করার জন্য কত টাকা চার্য করেছেন তিনি? এই বিষয় নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে জানা যাচ্ছে, তিনি নাকি প্রত্যেক কনসার্ট পিছু ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সেই সমস্ত কনসার্টের টিকিট মূল্যও হয় আকাশ ছোঁয়া। সকলেই একেবারে সামনে থেকে বসে গায়ককে একবার দেখার জন্য মরিয়া হয়ে থাকেন।

অরিজিৎ সিং তাঁর প্রথম গানের জীবনে অনেক সংগ্রাম করেছে। বহু লড়াই করেছে একবার নিজের জায়গা করে নেওয়ার জন্য। বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নেওয়ার জন্যে টানা আট থেকে নয় বছর লড়াই করেছেন তিনি। তবে যেদিন থেকে তাঁর ভাগ্যের চাকা গড়াতে শুরু করল,সেদিন থেকে আর ফিরে তাকাতে হয়নি গায়ককে। তারপর থেকে প্রায় এক দশক ধরে রাজত্ব করছেন সঙ্গীত জগতে।

You may also like