Home Entertainment মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ২২ বছরের সিনি শেট্টি, চিনে নিন তাঁকে 

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ২২ বছরের সিনি শেট্টি, চিনে নিন তাঁকে 

by Mahanagar Desk
34 views

মহানগর ডেস্কঃ সিনি শেট্টি ২০২২ এর বিজয়ী মিস ইন্ডিয়া, আজ মুম্বইতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। ২৮ বছর পর ভারতে এই ৭১ তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা আয়োজিত করা হয়েছে । এই প্রতিযোগিতায় ১১২টি দেশের প্রতিযোগীরা, মিস ওয়ার্ল্ডের মুকুট পেতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠিত প্রতিযোগিতা সম্পর্কে কথা বলতে গিয়ে,  ২২ সিনি শেট্টি  বলেছেন ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ, তাঁর জীবনের “সবচেয়ে বড় আনন্দ”-এর মুহূর্ত সিনি শেট্টি বলেন, “আমার প্রতিনিধিত্ব মানে আমার কাছে বিশ্ব। আমি নিজেকে প্রতিনিধিত্ব করছি না আমি ১.৪ বিলিয়ন মানুষের হয়ে প্রতিনিধিত্ব করছি এবং এটি একটি বিশাল দায়িত্ব। এত দেশে বাস করছি, তাই ভারতীয় সংস্কৃতি, আমাদের বিভিন্ন ঐতিহ্য, প্রতিটি ব্যক্তির অনুভূতি এবং আবেগের প্রতিনিধিত্ব সবার সামনে তুলে ধরতে পারাটা অনেক বড়ো বিষয়।”

জেনে নিন ২০২২ এর মিস ইন্ডিয়া সম্পর্কে ৫ টি তথ্য… 

সিনি শেট্টি মুম্বাইতে জন্মগ্রহণ করেন। ২০২২ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়, তিনি কর্ণাটকের প্রতিনিধিত্ব করেছিলেন। জানা যাচ্ছে সিনির পরিবার দক্ষিণ রাজ্যের অন্তর্গত।

মিসেস শেট্টি ফ্যাশনের পাশাপাশি পড়াশোনাতেও যথেষ্ট ভালো। অ্যাকাউন্টিং এবং ফিনান্সে স্নাতকে ডিগ্রি অর্জন করেছেন তিনি। এরপর মার্কেটিং পেশাদার হিসেবে কাজ শুরু করেন।

২২ বছর বয়সী এই সুন্দরী, কম বয়সেই একজন চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট হওয়ার পথে কাজ করে চলেছেন।

২০২২ এর বিজয়ী এই মিস ইন্ডিয়া একজন পারদর্শী ভরতনাট্যম নৃত্যশিল্পী। তার নাচের কলা কৌশল তা প্রকাশ করেছে। ভরতনাট্যম নাচে যে তিনি দক্ষ, তিনি যখন প্রতিযোগিতায় তার নাচের কলা দেখিয়েছিলেন, তখন তার বহিঃ প্রকাশ ঘটে।

মিসেস শেঠি বলেন যে, তার এই যাত্রার শুরু ঘটে ২০০০ প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়ার (সফল অভিনেত্রী) দ্বারা অনুপ্রাণিত হয়ে।

You may also like