Home Entertainment গুরুতর শারীরিক সমস্যা নিয়ে সপাতালে ভর্তি অমিতাভ বচ্চন,হঠাৎ কি হল অভিনেতার!

গুরুতর শারীরিক সমস্যা নিয়ে সপাতালে ভর্তি অমিতাভ বচ্চন,হঠাৎ কি হল অভিনেতার!

bollywood actor amitabh bachchan admitted to hospital with serious health problem

by Mahanagar Desk
60 views

গুরুতর অসুস্থতা নিয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি  হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। মুম্বাইয়ে কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানে তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে বলে খবর। গুরুতর অসুস্থতা নিয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি  হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। মুম্বাইয়ে কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানে তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে বলে খবর। পেরিফেরালের চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। হৃদজনিত কোনও সমস্যার জন্য অ্যাঞ্জিয়োপ্লাস্টি করানো হয়নি তাঁঁর। এদিকে এই বছরের শুরুতেই আরও একবার অসুস্থ হয়েছিলেন মেগাস্টার অনিতাভ। তাই ফের তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই অনুরাগীদের তাঁকে নিয়ে শুরু হয় উদ্বেগ। সাধারণত হৃদজনিত সমস্যার কারণে এই অ্যাঞ্জিয়োপ্লাস্টি করানো হয়ে থাকে। তবে এ বিষয়ে ডাক্তার সুবর্ণ গোস্বামী বলেন, ‘‘পায়ের রক্তবাহগুলিতে কোনও কারণে রক্ত জমাট বাঁধলেও অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হতে পারে।’’যদিও অমিতাভের পরিবারের তরফ থেকে তাঁর শারীরিক সমস্যা সম্পর্কে এখনো বিশেষ কিছু বলতে দেখা যায়নি। অ্যাঞ্জিয়োপ্লাস্টি অপারেশনের ক্ষেত্রে ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

You may also like