Home Entertainment   ক্যাটরিনা কি সত্যি অন্তঃসত্ত্বা? জেনে নিন আসল সত্য 

  ক্যাটরিনা কি সত্যি অন্তঃসত্ত্বা? জেনে নিন আসল সত্য 

by Mahanagar Desk
44 views

মহানগর ডেস্কঃ ফের কি বলিউডে সুখবর আসতে চলেছে? বলিউডে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে ইয়ামি গৌতম জীবনের  সবথেকে আনন্দের কথা ঘোষণা করেছেন। এবার শোনা যাচ্ছে নাকি মা হতে চলেছেন ক্যাটরিনা কইফও। আম্বানি পরিবাররে বিয়েতে গিয়েই এই জম্পনার সূত্রপাত।

মুখেশ আম্বানির ছোট ছেলে, অনন্ত-রাধিকার জামনগরে আম্বানি পরিবারে প্রাক বিবাহ অনুষ্ঠানে সদ্য ভিকি-ক্যাটরিনা কে যোগ দিতে দেখা গিয়েহে। ল্যাহেঙ্গায় অপরূপ সুন্দরী দেখাচ্ছিল অভিনেত্রীকে। তাঁর   সৌন্দর্যের ঝলকে সকলের নজর কেড়েছিলেন । কিন্তু, জামনগর থেকে ফেরার পথে পাপারাৎজিদের ক্যামেরায় অন্য ছবি ফ্রেম বন্দি হল । একেবারে ঢিলে ঢালা পোশাক পরে ক্যাটরিনা। ওড়না দিয়ে ঢাকা তাঁর পেট। যার জন্য অনেকের অনুমান ক্যাটরিনা হয়ত অন্তঃসত্ত্বা। তবে এখনো এই বিষয়ে দুই তারকা কিছুই বলেননি।

এই খবরের সত্যতা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও, এই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া মাত্র, অনেকের অনুমান মা হতে চলেছেন ক্যাটরিনা । এখন অপেক্ষা শুধু তাঁদের এই ঘটনা সম্পর্কে প্রকাশ্যে কিছু বলার। সকলের অনুমান এই তারকা জুটি শীঘ্রই সুখবর শোনাতে চলেছেন।

You may also like