Home Entertainment দ্বিতীয় দিনেও অব্যাহত জওয়ান ঝড়, আয় ছাড়াল ২০০ কোটি

দ্বিতীয় দিনেও অব্যাহত জওয়ান ঝড়, আয় ছাড়াল ২০০ কোটি

by Mahanagar Desk
1 views

জওয়ান সিনেমায় মূল হাতিয়ার শাহরুখ খানের নতুন লুক। এই সিনেমা রিলিজের আগে থেকেই আলোড়ন সৃষ্টি করছে দর্শকমহলে। আর সিনেমা রিলিজ হতেই যেনো সিনেমা হলগুলিতে উৎসব শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার মুক্তির দিনেই বিপুল আয় করেছে এই ছবি। হিন্দি ছবির ইতিহাসে রেকর্ড গড়েছে শাহরুখের এই ভিন্ন।

বছরের শুরুতে মুক্তি পেয়ে পাঠান প্রথম দিন ৭০ কোটি টাকা আয় করে। সেই জায়গায় জওয়ান প্রথম দিনের ৭৫ কোটি টাকা আয় করে রেকর্ড ভাঙল। বলা ভালো, নিজের রেকর্ড নিজেই ভাবলেন শাহরুখ। বৃহস্পতিবার জন্মাষ্টমীর কারণে হলে ভিড় ছিল বলে মনে করছিলেন অনেকে। কিন্তু শুক্রবার সম্পূর্ণ কর্মী দিবস হলেও জওয়ানের বক্স অফিস রিপোর্ট বলছে, শাহরুখের ছবি দেখার উৎসাহ কমেনি দর্শকদের মধ্যে। প্রথম দিনে বিপুল আয়ের পর, দ্বিতীয় দিনেও ‘জওয়ান’ প্রেক্ষাগৃহে ব্যাপক আয় করেছে।

বৃহস্পতিবার এদেহে ৭৪.৫ কোটি টাকার ব্যবসা করে শাহরুখ অভিনীত জওয়ান। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘জওয়ান’। ট্রেড রিপোর্ট বলছে যে, শাহরুখের ছবিটি দ্বিতীয় দিনে ৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। শুক্রবার ছবিটির আয় ৫২ থেকে ৫৪ কোটি টাকা অনুমান করা হয়েছে। হিন্দি সংস্করণ থেকে এটি প্রায় ৪৭- ৪৮ কোটি টাকা আয় করবে বলে অনুমান।

প্রথম দিনেই প্রায় ১৩০ কোটি টাকা বিশ্বব্যাপী সংগ্রহ করেছে পরিচালক অ্যাটলি কুমারের ছবি ‘জওয়ান’ ছবি। দু’দিনে ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। বিদেশের বাজারেও রেকর্ড গড়েছে শাহরুখের জওয়ান। শনি ও রবিবার উইকএন্ড থাকায় সিনেমার বক্স অফিস কালেকশন কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved