Home Entertainment ‘Dunky’ মুক্তি পেতেই হইহই কাণ্ড! জমিয়ে উদযাপন সিনেমা হলের বাইরে

‘Dunky’ মুক্তি পেতেই হইহই কাণ্ড! জমিয়ে উদযাপন সিনেমা হলের বাইরে

by Mahanagar Desk
33 views

মহানগর ডেস্ক: কিং খানের সিনেমা বলে কথা! হইহই কাণ্ড শুরু কাকভোর থেকে। সে তো জানা কথা যে এমনটা হবে। সিনেমা হল-এ সাতসকালে পৌঁছে গিয়েছেন ভক্তেরা। ধুমধামের সঙ্গে ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘Dunky’। বড় পর্দায় কিং খানকে দেখার জন্য ভক্তেরা যখন সিনেমা হল-এর বাইরে দাঁড়িয়ে, তখন থেকেই নানা উদযাপন শুরু।রীতিমতো ভাইরাল বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবি। আতশবাজি থেকে শুরু করে ভক্তদের ঢোলের তালে নাচ, যাকে বলে একেবারে অন্যরকম উদযাপন। চোখে পড়ার মতো ছিল ভক্তদের উৎসাহ।

শাহরুখ খানের ভক্তেরা ‘ডাঙ্কি’ দেখতেও রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর ব্যাপক সাফল্যের পর। রাজকুমার হিরানির সঙ্গে এসআরকে-র প্রথম ছবি এটি। ছবিতে ভিকি কৌশল, তাপসী পান্নু, বোমান ইরানি, দিয়া মির্জা এবং সতীশ শাহ-সহ পার্শ্ব চরিত্রেও অনেকেই অভিনয় করেছেন। সিনেমাটির প্রথম শো দেখানো হয়েছিল মুম্বইয়ের আইকনিক গেইটি গ্যালাক্সিতে এবং থিয়েটারের ভিতরে উদযাপনের ভিডিয়োগুলোও বেশ নজরকাড়া। ভক্তেরা ছবিটির প্রথম দিনের শোতে বাজি ফাটিয়ে, বেলুন উড়িয়ে শুরু করেন উদযাপন। অনেককে প্রেক্ষাগৃহের ভিতরে সান্তা ক্লজ ক্যাপ পরে SRK-এর সিনেমা উদযাপন করতে নাচতেও দেখা গিয়েছে ‘লুট পুট গ্যায়া’ গানে।

এদিন ডাঙ্কির প্রথম শো দেখানো হয় নিউজিল্যান্ডে। সিনেমাটি সেখানকার মানুষদের মন ছুঁয়ে গিয়েছে। শুধু তাই নয়, শাহরুখ দুবাইয়েও ছবির প্রচারে গিয়েছিলেন।হইহই করে চলছে ছবি সারা দেশে। শাহরুখের সিনেমায় বরাবরই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার একটা আলাদা উন্মাদনা থাকে। প্রতিবারের মতো এবারেও কিং খানের ফ্যান ক্লাবের আয়োজনে কলকাতার অশোকা সিনেমা হল-এ একেবারে অন্যরকম উদযাপন হয়েছিল। যা কিনা মুগ্ধ করে সকলকে। সেখানেও ভক্তদের ভিড় শুরু হয় মাঝরাত থেকে। রীতিমতো ভিড় জমে ফার্স্ট ডে ফার্স্ট শো-এর।

You may also like