মহানগর ডেস্ক: বর্তমানে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয় বরং গোটা বলিউড জুড়ে এখন তিনি জনপ্রিয়। তাঁর ঝুলিতে খুব কমসংখ্যক ছবি থাকলেও অল্প সময়ের মধ্যেই বহুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ‘অর্জুন রেড্ডি’ সিনেমার মাধ্যমেই তাঁর সিনেমা জগতে পা রাখা। এরপর একের পর এক জনপ্রিয় ছবির মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছে যান বিজয়। এছাড়াও তিনি অভিনয় করেন ‘ডিয়ার কমরেড’, ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’, ‘গীত গোবিন্দম’, ‘নোটা’ এর মত জনপ্রিয় অনেক ছবিতে। সিনেমা ছাড়াও তাঁর ব্যাক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। এবার সেই অনুরাগীদের আরও বড়ো চমক দিলেন অভিনেতা। কয়েক সপ্তাহ আগে তাঁর পরবর্তী ছবি ‘খুশি’র একটি প্রচার অনুষ্ঠানে এসে বিজয় ঘোষনা করেন যে তিনি বিয়ের জন্য প্রস্তুত। আর এরপর থেকেই দর্শকমহলে শুরু হয় উন্মাদনা। তাহলে কি এবার সত্যিই তাড়াতাড়ি বিয়ে করবেন তিনি? পাত্রী কে?
প্রসঙ্গত, বিজয়ের পরবর্তী ছবি ‘খুশি’ খুব তাড়াতাড়ি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। এই সিনেমাটি মূলত তৈরী হয়েছে একটি প্রেম কাহানিকে কেন্দ্র করে।কয়েক সপ্তাহ আগে এই ছবিরই একটি প্রচার অনুষ্ঠানে তিনি জানান, এই সিনেমাটি করার পর তাঁর দৃষ্টিভঙ্গি পুরো বদলে গিয়েছে। এবারে তিনি একদম মানসিকভাবে প্রস্তুত বিয়ের জন্য। শুধুমাত্র পাত্রীর অপেক্ষা।
আরও পড়ুন: Topper In District : ঘরে অভাব, জেলায় শীর্ষস্থান পেয়েও দিন মজুরের কাজে মেধাবী ছাত্রী!
সম্প্রতি, একটি ইনস্টাগ্রাম লাইভে এসে বিজয় বলেন, ‘আমি খুব জাক-জমক ভাবে বিয়ে করবনা। আমি চাই ব্যাক্তিগত মুহূর্ত গুলো একান্ত ব্যাক্তিগতই থাকুক। আর বিয়ের সমস্ত বিষয়টা তো আমার ওপর ছেড়ে দিলে কেও টেরই পাবে না আমার বিয়ে সম্মন্ধে’। যেমন কথা ঠিক তেমনই কাজ বিজয়ের। এর আগেও তিনি কোনও ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খোলেননি। তিনি শুধুমাত্র পেশাগত জীবন ছাড়া অন্য কোন বিষয়ে মুখ খুলতে নারাজ। বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে শুরু করে, অভিনেত্রী রশ্মিকা মন্দনার সঙ্গে চর্চিত প্রেম সবকিছুই ক্যামেরার আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই বিজয় তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একজন বিশেষ মানুষের সঙ্গে হাত ধরে সেই হাতের ছবি শেয়ার করেন। সেই ছবিকে কেন্দ্র করে অনুরাগীদের মধ্যে শুরু হয় জল্পনা। তবে সেই হাতটি কি অভিনেত্রী রশ্মিকা মন্দনার ? ছবিটি শেয়ার করে বিজয় লেখেন, ‘এটা আমার কাছে সবচেয়ে স্পেশাল’। বিজয়, রশ্মিকার জুটিকে অনেকেই স্পেশাল জুটি হিসেবেই দেখেন। ‘গীত গোবিন্দম’ ছবিতে কাজ করার সময় থেকেই তাঁদের দুজনের বন্ধুত্ব শুরু হয়। শোনা যায়, ‘ডিয়ার কমরেড’ সিনেমা থেকেই নাকি তাঁদের মধ্যে শুরু হয় প্রেমের সম্পর্ক। তাহলে কি এবার অভিনেত্রী রশ্মিকার সঙ্গে সংসার বাঁধবেন তিনি? এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে।