HomeEntertainmentগুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিনা খান

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিনা খান

- Advertisement -

মহানগর ডেস্ক: জনপ্রিয় টিভি অভিনেত্রী হিনা খান অসুস্থ। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। এমন পরিস্থিতিতে হিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে এদিন নিজেই একটি ছবি শেয়ার করে অভিনেত্রী তাঁর ভক্তদেরকে স্বাস্থ্যের আপডেট দেন। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী হিনা খান ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর একটি ছবি শেয়ার করেছেন।

এতে, অভিনেত্রীকে হাসপাতালের পোশাকে একটি আয়নায সেলফি তুলতে দেখা যাচ্ছে। ছবিতে, তাঁর মুখ সম্পূর্ণ ফ্যাকাশে দেখাচ্ছিল এবং চুল বেঁধেছিলেন। একই সময়ে তাঁর বাম হাতে টেপ দেখা যায়। এই ছবি শেয়ার করে ক্যাপশনে হিনা লিখেছেন, ‘প্রেম ও সুখ ছড়িয়ে দিন।’ তিনি আরও লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যে অবস্থায় আছেন, যদি আপনি একটি আয়না খুঁজে পান তবে একটি আয়না সেলফি তুলতে ভুলবেন না…’ তবে হিনা প্রকাশ করেননি যে তিনি কোন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে ভক্তরা তাঁকে এই অবস্থায় দেখে খুবই বিরক্ত।হিনা খানের কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বলতে গেলে, তিনি তার হিন্দি-ইংরেজি ছবি ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’-এর জন্য দীর্ঘদিন ধরেই খবরে রয়েছেন। তবে বেশ কিছুদিন ধরেই কম প্রজেক্টে চুক্তিবদ্ধ হচ্ছেন এই অভিনেত্রী।

Most Popular