HomeEntertainmentজন্মদিনে অনুরাগীদের ভিড় বাড়ির সামনে, শাহরুখের স্টাইলে বেরিয়ে এলেন জিৎ

জন্মদিনে অনুরাগীদের ভিড় বাড়ির সামনে, শাহরুখের স্টাইলে বেরিয়ে এলেন জিৎ

- Advertisement -

মহানগর ডেস্ক: এই মাসের শুরুতেই গিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। আর তাঁর জন্মদিন মানেই মন্নতের বাইরে রীতিমতো উৎসব লেগে যায় ভক্তদের। দূর দুরন্ত থেকে বাদশাকে এক ফলক দেখতে আসেন ভক্তরা। আর ভক্তদের নিরাশ না করে বাদশাও মন্নতের বাইরে উঁকি দিয়ে ভক্তদের ধন্যবাদ জানান। তবে বাংলার তারকাদের ক্ষেত্রে ভক্তদের এমন উত্তেজনা দেখাটা বোধহয় একটু বিরল।

কিন্তু আজ টলিউড সুপারস্টার জিতের জন্মদিনের ক্ষেত্রে বিষয়টা সবাইকে একেবারে চমকে দিল। হ্যাঁ, শাহরুখের মতো এদিন জিতের বাড়িতেও ভক্তরা ভিড় জমাল। যা কিনা টলিউডের অন্যান্য তারকাদের বেলায় খুব একটা নজরে পড়ে না। সকাল থেকেই তাঁর বাড়ির বাইরে অনুরাগীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় আরও ভিড় চওড়া হয়। বৃহস্পতিবার ছিল টলিউডের ‘বস’ জিতের ৪৫তম জন্মদিন। তাই বিশেষ দিনে অনুরাগীরা তাঁর বাড়ির সামনে ধরা দিলেন, এবং রাজার মতো দর্শন দিলেন তাঁদের প্রিয় তারকা। অনেকেই টলিউড সুপারস্টারের বাড়ির বাইরে হোর্ডিং নিয়ে হাজির হন। এমনকি নায়কের বাড়ির প্রবেশপথে ‘শুভ জন্মদিন’ এবং বেলুন দিয়ে সাজানো হয়েছিল। সঙ্গে স্পিকারে বাজছিল জিতের ছবির গান। তারকাকে এক ঝলক ক্যামেরাবন্দি করতে উপচে পড়ছিল ভক্তদের ভিড়।

বাড়ির বারান্দা অনুরাগীদের উদ্দেশে হাত নাড়লেন জিৎ। অভিনেতার পরনে ছিল ছাই রঙা জ্যাকেট। এমনকি মাইকে তিনিও অনুরাগীদের ধন্যবাদ জানান। জিতের এই পদক্ষেপ দেখে অনেকেই শাহরুখের সঙ্গে তুলনা করেছেন। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গেই কেক কেটেছেন জিৎ। তার পরে তিনি নিজের অফিসে কর্মীদের সঙ্গেও কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন। সম্প্রতি দ্বিতীয় বার বাবা হয়েছেন জিৎ। ছেলেকে নিয়েই এখন তাঁর সময় কাটছে। জন্মদিনের যেন বেস্ট উপহার তাঁর এটি।

Most Popular