Home Entertainment প্রথমদিনই কি ১০০ কোটি ছোঁবে জওয়ান! নিজের রেকর্ড নিজেই ভাঙবেন শাহরুখ

প্রথমদিনই কি ১০০ কোটি ছোঁবে জওয়ান! নিজের রেকর্ড নিজেই ভাঙবেন শাহরুখ

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলা জওয়ান ছবি বক্সঅফিসে মুক্তি পাবে। খুব আকর্ষণীয় ক্রাইম ছবি হতে চলেছে এটি। অ্যাকশন, কমেডি, থ্রিলার এবং আরও অনেক কিছু থাকছে এই সিনেমায়। শাহরুখ খান, বিজয় সেতুপতি এবং অ্যাটলি দর্শকের মন জয় করে নেবেন নিজেদের অভিনয় দক্ষতায়। বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি হতে চলেছে জওয়ান, বলছেন শাহরুখের ভক্তরা।

অনেকেই বলেছেন, নিজের রেকর্ড নিজেই ভাঙবেন শাহরুখ। অর্থাৎ ‘পাঠান’-এর বক্স অফিসের রেকর্ড ভাঙবে জওয়ান। প্রসঙ্গত উল্লেখ্য, শাহরুখের আগের ছবি ‘পাঠান’ বিশ্বব্যাপী ১০৫০ কোটি টাকা আয় করেছিল এবং এটি এখনও পর্যন্ত ২০২৩ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি।’জওয়ান’-এর অগ্রিম বুকিং চলছে দ্রুততার সাথে। আশা করা হচ্ছে যে ছবিটি অগ্রিম বুকিং এবং সম্ভবত প্রথম দিনের আয়ের ক্ষেত্রে ‘পাঠান’-এর সর্বকালের রেকর্ড ভেঙে দেবে।

আরও পড়ুন: নিম্নচাপের জের ! একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাতের সম্ভাবনা  

প্রসঙ্গত, সেন্সরের U/A সার্টিফিকেট পেতে “জওয়ান” সিনেমায় সাতটি পরিবর্তন আনতে হয়েছে। পর্যন্ত যা জানা গিয়েছে সেই অনুযায়ী ওই সিনেমাতে একটি আত্মহত্যার দৃশ্য রয়েছে। মাথা কেটে ফেলার মত দৃশ্য বাদ দিতে বলা হয়েছে। ছবির একটি স্থানে ভারতের রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। তা পরিবর্তন করে প্রদেশের প্রধান করার কথা বলা হয়েছে। এছাড়াও কিছু সংলাপ পরিবর্তন তো আছেই।

যত পরিবর্তনই করা হোক না কেনো, বুক মাই শো-র হিসেব অনুযায়ী, করে সারা দেশে ‘জওয়ান’-এর ৭৫ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে এরই মধ্যেই। মুক্তির দিন ৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল শাহরুখের ছবি পাঠান। মুক্তির দিন শাহরুখের ছবি অন্তত ৬০-৭০ কোটি আয় করবে আন্দাজ করা হয়েছিল। কিন্তু এখন থেকেই যা টিকিট বুকিং শুরু হয়েছে, তাতে প্রথমদিনই ১০০ কোটি ছুঁয়ে ফেলবে “জওয়ান”? উঠছে প্রশ্ন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved