Home Entertainment “দশরথ আপনার বাবার চাকর?” নচিকেতাকে ধুয়ে দিলেন কাজী মাসুম আখতার

“দশরথ আপনার বাবার চাকর?” নচিকেতাকে ধুয়ে দিলেন কাজী মাসুম আখতার

by Mahanagar Desk
63 views

মহানগর ডেস্ক: পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আখতার সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তাঁকে রাম মন্দির প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তীকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। কাজী মাসুম আখতারকে প্রশ্ন করা হয়েছিল যে,”সম্প্রতি রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে নচিকেতা একটি গান লিখেছেন,’ কোথায় জন্মেছে রাম!’ এবং তারপরই নচিকেতা বলেন, রাম জন্মভূমি নিয়ে আমাদের দেশে ধ্যেস্টামো চলে,এটা আসলে রাজনৈতিক খেলা!কোনও ধর্মের বিষয় নয়।এই বিষয়ে আপনি কি বলবেন?” এই উত্তর নিয়েই রাজ্যে শুরু হয়েছে তোলপাড়। অনেকেই নচিকেতা চক্রবর্তীকে  বয়কটের কথা বলেছেন।

সেই প্রশ্নের উত্তরে কাজী মাসুম আখতার একেবারে ধুয়ে দিলেন নচিকেতা চক্রবর্তী। তিনি বলেন “এই কথা নচিকেতা চক্রবর্তী বলছেন না! বলছেন ওনার পেটের খিদে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহারা নিয়ে বাঁচতে গেলে, রাম মন্দির নিয়ে নিন্দা তো ওনাকে করতেই হবে। কোনও শ্রদ্ধা ভক্তি, সম্মান কাজ করে না নচিকেতার মধ্যে। শুধু অন্য দলের লোককে চোর বলে আখ্যায়িত করেন নচিকেতা।”

এর পাশাপাশি কাজী মাসুম আখতার আরও বলেন, নচিকেতা চক্রবর্তী নিজের দলের লোক চুরি করলে সেটি নচিকেতা নিজে চোখে দেখতে পান না। কিন্তু অন্য দলের লোকের একটা সামান্য ভুলও চোখে পড়ে যায় নচিকেতা চক্রবর্তীর। তৃণমূল দল থেকে শারীরিক চিকিৎসা থেকে শুরু করে খুঁটিনাটি প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা নিয়ে থাকেন নচিকেতা চক্রবর্তী। ফলে অন্য দলের নামে কিছু শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি।

You may also like