মহানগর ডেস্কঃ প্রেম পর্ব থেকে দুজনের চর্চা যত না ছিল বিয়ের পর তাঁরা দুজন একটু বেশিই সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছেন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। আর এই চলতি মাসেই অর্থাৎ ২ মার্চ তাঁরা সাত পাকে বাঁধা পড়েছেন। ভাবছেন কার কথা বলছি? হ্যা ঠিক ধরেছেন কাঞ্চন-শ্রীময়ীর কথা বলা হচ্ছে। তাঁদের বিয়ের পর থেকেই তাঁদের দুজনকে নানাবিধ তীর গেঁথে চলেছেন সমাজের বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েই চলেছেন। এবার কাঞ্চনকে খানিকটা খোঁচা মারলেন বং গাই-ও। কিরণ দত্ত মধ্যরাতে একটি পোস্ট করেন তারপর আরও চর্চার শুরু।
এই মুহূর্তে বেশ কয়েকটি বিষয়ে কটাক্ষের মধ্যে পড়েছেন কাঞ্চন। সমালোচনার ঝড় বয়েই চলেছে ৩টি কারণে ১. কাঞ্চন তিন নম্বর বিয়ে করেছেন । ২.দুই: শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের ২৬ বছরের ব্যবধান। কাঞ্চনের বয়স ৫৩, শ্রীময়ীর ২৬ বছর। ৩. বিয়ের দিন তাঁদের বিয়েতে, পেশার কথা উল্লেখ করে সেই পেশার মানুষদের ভিতরে অনুপ্রবেশ করা যাবেনা এটা বলে সবথেকে বেশি সমালোচিত হন কাঞ্চন-শ্রীময়ী। চলতি মাসে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে নিয়ে চলছে নানারকম কটূ সমালোচনা,এই রকম পরিস্থিতি তে কিরণ দত্ত বাদ যান কিভাবে তাইনা? কিরণ দত্ত ওরফে বং গাই-ই হিসেবে সোশ্যাল ইনফ্লুয়েনসার হিসেবে খ্যাতি অর্জন করেন। এই কিরণ কাঞ্চন মল্লিককে খোঁচা মেরে কয়েকটি কথা বলার পাশাপাশি তাঁর বাড়িতে কাঞ্চনের আসার অভিজ্ঞতার কথাও তিনি বর্ণনা করেন। কিরণ, কাঞ্চনের গলা জড়িয়ে ধরে আছেন এমন একটি ছবি পোস্ট করে লেখেন, ” বুম্বাদা আর শ্রাবন্তীর সাথে কাঞ্চান দার মিল কোথায় বলো তো! ওহ সরি কাঞ্চনদার টাইটেল তো মল্লিক!” নেটিজেনরা সকলেই বুঝে গেছেন কাঞ্চনের তিন নম্বর বিয়েকে কটাক্ষ করেছেন কিরণ।এই কথা বলতে গিয়ে কিরণ তার প্রেমিকা অন্তরার কথাও টেনে আনেন। প্রেমিকার প্রসঙ্গ টেনে এনে মজা করে বং গাই লেখেন, “না করলে একবার ও করবো না, করলে তিনটের কম করবো না ভাই ঠিক করে নিয়েছি। অন্তরা দেখার আগে এটা ডিলিট করে দেব।”
কিরণ এর কথা অনুযায়ী, কাঞ্চন মল্লিক, বহু বছর আগে এক পেশাগত কাজে তাঁর বাড়িতে এসেছিলেন, সঙ্গে এক মহিলাওছিলেন। সেই কাজের অভিজ্ঞতা কেমন হয়েছিল তাঁর ? কিরণ জানান “আমার বাড়িতে এসেছিলো একবার একটা শুটে।বাকি জানিনা , কিন্তু বেশ হাসিখুশী আর আমার ডিরেকশনে খুব ভালো ভাবে শুট করেছিলো।” বিয়ের পর থেকেই তাঁদের দুজনকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে জোরদার সমালোচনা। আগের দুই স্ত্রীকে ডিভোর্স দিয়ে তিন নম্বর বিয়ে সারা , তাঁর চেহারার আকৃতির গড়ন নিয়ে যারা সমালোচনা করছিলেন তাঁদের উদ্দেশ্য করে কাঞ্চন বলেছেন, “যে মানুষ অসময় কিংবা দুঃসময় পাশে থাকে তার প্রতিই বিশ্বাস এবং ভরসা জন্মায়।” এই কারণেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এমনটাই বক্তব্য কাঞ্চনের।