মহানগর ডেস্ক: আট মাসেরএকটা দীর্ঘ বিরতি। আর সেটা শেষ হতেই কাপলো পর্দা! শাহরুখ খান জানুয়ারি মাসে বড় পর্দায় ফিরেই সমস্ত রেকর্ড ভেঙেছিলেন।নিজেই নিজের রেকর্ড ভাঙলেন আবারও কয়েক মাস পেরোতে না পেরোতেই। জওয়ান ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল। আর ছবিটি প্রায় প্রথমদিনই ভারতীয় বক্স অফিসে ৭৫ কোটি টাকার ব্যবসা করে।
দ্বিতীয় দিন আয়ের পরিমাণও ছিল আকাশছোঁয়া।পাঠান মুক্তি পেয়েছিল চলতি বছরের ২৫ জানুয়ারি।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি মুক্তির তিন দিনের মাথায় দেশের বক্স অফিসে ১৬৬ কোটি টাকার বেশি রোজগার করেছিল। জওয়ান মুক্তি পেয়েছে গত ৭ সেপ্টেম্বর।অ্যাটলি ও শাহরুখের এই ছবি তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে নিজের জায়গা করে ফেলেছে।
মোট ২০২ কোটি টাকা মাত্র তিন দিনের মাথায় শুধু মাত্র দেশেই ‘জওয়ান’-এর ঝুলিতে এসেছে যা ‘পাঠান’-এর থেকে প্রায় ৪০ কোটি টাকা বেশি। পাঠান চলতি বছরে বক্স অফিসে অনন্য নজির গড়েছিল। আর সেই নজিরকেই নতুন করে ভাঙছেন শাহরুখ খান নিজেই। হিসেব করে দেখলে পাঠান রিলিজ হওয়ার তৃতীয় দিনের মাথায় পাঠানের রোজগার ছিল প্রায় ৩১৩ কোটি টাকা। আর জওয়ান রিলিজ হওয়ার তিন দিনের মাথায় জওয়ানের ঝুলিতে আছে প্রায় ৩৫০ কোটি টাকা। এখানেই পার্থক্যটা রয়েছে চোখে পড়ার মতো।