Home Entertainment কাজলকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে কটাক্ষ নেটিজেনদের

কাজলকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে কটাক্ষ নেটিজেনদের

by Mahanagar Desk
30 views

বিক্রম ব্যানার্জী: নব্বইয়ের দশকের অন্যতম সেরা বলিউড অভিনেত্রী কাজল। একাধিক সিনেমা মিলিয়ে দর্শক মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। পছন্দের সেলেবকে নিয়ে ভক্তদের মধ্যেও উত্তেজনা কম নয়। তবে বলিউডের এই সুন্দরী নায়িকা সাদামাটা জীবন যাপন করতেই পছন্দ করেন। বিভিন্ন সময়ে অভিনেত্রীর নানান মুহূর্তের দৃশ্য ভাইরাল হয় সমাজ মাধ্যমে। কখনও তাকে খোশ মেজাজে ফ্যানেদের সাথে গল্প করতে দেখা যায়, কখনও আবার তিনি ভীষণ স্ট্রিক্ট। আর সেই কারণেই অভিনেত্রীকে শুনতে হয় নানান কটাক্ষ। যদিও সেগুলি এড়িয়েই চলেন কাজল। তবে সম্প্রতি নেট নাগরিকরা তাকে দ্বিতীয় জয়া বচ্চন বলে সম্মোধন করছেন। 

দ্বিতীয় জয়া বচ্চন তকমা পেলেন কাজল!

অভিনেত্রীর খামখেয়ালি আচরণের মুহূর্ত যেমন পছন্দ করেন ভক্তরা, ঠিক তেমনই নায়িকার রাগের মুহূর্ত গুলি নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলে দেদার সমালোচনা। সম্প্রতি নায়িকার মুম্বইয়ের বাড়িতে ধুমধাম করে পালিত হয়েছে দুর্গাপুজো। প্রতিবছরের মতোই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেত্রী। বাড়ির পুজোতে এসেছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। তবে আনন্দের আবহের মধ্যেও কিছু মুহূর্তের জন্য চটে গিয়েছিলেন অভিনেত্রী। নেপথ্যে যদিও রয়েছে ফটোগ্রাফারদের আচরণ। বলিউড নায়িকার বাড়িতে পুজোর দৃশ্য ক্যামেরাবন্দি করতে হাজির হয়েছিলেন বিভিন্ন মিডিয়ার চিত্র সাংবাদিকরা। নিজেদের মতো করে চাঁদের হাটে তারকাদের নানান মুহূর্তের ছবি ক্যাপচার করছিলেন তারা। 

এমন সময়ে হঠাৎই এক ফটোগ্রাফার পুজো মণ্ডপে জুতো পায়ে ঢুকে পড়লে কাজলের বকুনির মুখে পড়তে হয় তাকে। এদিন মাইক্রোফোন হাতে নিয়ে ফটোগ্রাফারদের পুজোর নিয়ম-শৃঙ্খলা সম্পর্কে বলতে শোনা যায় অভিনেত্রীকে। ফটোগ্রাফারদের আচরণে যথেষ্ট রেগেই ছিলেন তিনি। এরপরই বলিউড তারকাকে ঘিরে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন। কেউ বলেন তিনি খুব রাগী, কেউ আবার ফটোগ্রাফারদের সঙ্গে অভিনেত্রীর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। তবে নেটিজেনদের মধ্যে একটা অংশ নায়িকার আচরণের সাথে জয়া বচ্চনের মিল খুঁজে পেয়েছেন। তারপর থেকেই কাজলকে দ্বিতীয় জয়া বচ্চন বলে আসতে শুরু করে একাধিক পোস্ট। যদিও এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছেন, তিনি মোটেও রাগী নন। তবে কোনও কোনও সময়ে পরিস্থিতির কারণে রেগে যেতে বাধ্য হন বলিউড নায়িকা। 

আরও পড়ুন: ভারতকে নিয়ে ঠাট্টায় মজলেন পাকিস্তানের প্রাক্তন বোর্ড প্রধান! ফোনের রিংটোনে রোহিতদের 46 রানে অলআউট ইনিংস

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved

Facebook Twitter Youtube Pinterest Linkedin Spotify