HomeEntertainmentঅসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী

অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী

- Advertisement -

মহানগর ডেস্ক : কন্ঠ সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ওই বেসরকারি হাসপাল সূত্রে জানা গিয়েছে, পন্ডিত অজয় চক্রবর্তীর অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী কলকাতার বিএম বিড়লা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর হার্টের তিনটে আর্টারিতে সম্পূর্ণ ব্লকেজ পাওয়া গিয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিল কাপুরের তত্ত্বাবধানে তিনি ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে শিল্পী অজয় চক্রবর্তীর কন্যা শিল্পী কৌশিকী চক্রবর্তী জানিয়েছেন, ”প্রয়োজনীয় কিছু টেস্ট ও চেক-আপ-এর জন্য বাবাকে হাসপাতালে ভর্তী করা হয়েছে। চিন্তার কোন-ও কারণ নেই। বাবা সুস্থ আছেন। তাঁর আচরণ ও খাওয়া-দাওয়া স্বাভাবিকই আছে।”

 

Most Popular