HomeEntertainmentবিশ্বকাপ শেষে জোড়ায় মুম্বই ফিরছেন অন্তঃসত্ত্বা অনুষ্কা-বিরাট

বিশ্বকাপ শেষে জোড়ায় মুম্বই ফিরছেন অন্তঃসত্ত্বা অনুষ্কা-বিরাট

- Advertisement -

মহানগর ডেস্ক: স্বামী হারুক অথবা জিতুক, বিরাটের পাশে বরাবরই শক্ত ঢালের মতো দাঁড়িয়ে থেকেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। গতকাল ঐতিহাসিক ম্যাচ শেষে জয়ের হাসিটা হাসতে পারল না ইন্ডিয়া। অস্ট্রেলিয়া ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৬ বারের মতো বিশ্বসেরা ক্রিকেট টীম হিসেবে জয়ী হয়ে গেল। এবার বিশ্বকাপের প্রথম থেকেই দর্শকদের নজরে ছিলেন বিরাট। তিনি তার যোগ্যও ছিলেন।কারণ বিশ্বকাপে ৩ বার সেঞ্চুরি করেছে বিরাট। আর স্বামীর সকল জয় এবং বরাবরই তাঁর পাশে থেকেছেন অনুষ্কা। লেডি চিয়ারলিডার তিনি।

যাই হোক, আবারও চার বছরের অপেক্ষায় ফেলে আমেদাবাদ থেকে বাড়ির উদ্দেশে রওনা দিলেন বিরুষ্কা। এই মূহুর্তে অনুষ্কার দ্বিতীয়বার প্রেগনেন্সির গুজবও উঠছে। কিন্তু বিষয়টা আপাততঃ চেপেই রেখেছেন তারকা জুটি।আজ বিকেলে আমেদাবাদ থেকে মুম্বাই ফিরে আসার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে তারকা জুটির। মুম্বাইয়ের ব্যক্তিগত বিমানবন্দরে দুজনের ছবি তোলা হয়েছিল। এদিন অনুষ্কাকে সালোয়ার স্যুট ও সানগ্লাসে দেখা গেছে। বিরাট ক্যাজুয়াল পোশাক পরেছিলেন। ভারতীয় প্রাক্তন অধিনায়ক তাঁর গাড়ির কাছে পৌঁছে দ্রুতগতিতে চলে যান। বিরাটকে অসাধারণ স্ট্রাইকের জন্যে বিরাট ২০২৩ সালের বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট খেতাব জিতেছেন।

অনুষ্কা ২০২৩ বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচে বিরাটের সঙ্গে ছিলেন। অস্ট্রেলিয়ার কাছে ভারত বিশ্বকাপ হেরে যাওয়ার পর অনুষ্কা হতাশাগ্রস্ত বিরাটকে সান্ত্বনা দেওয়ার প্রকাশ্যেই আলিঙ্গন করেন। তবে হারের জন্যে নয়, ভারত এখন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করছে।

 

 

Most Popular