Home Entertainment কোল আলো করে এল সন্তান, মা-বাবা হলেন ঋদ্ধিমা-গৌরব

কোল আলো করে এল সন্তান, মা-বাবা হলেন ঋদ্ধিমা-গৌরব

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক: চলতি বছরের নববর্ষে সুখবর দিয়েছিলেন গৌরব-ঋদ্ধিমা। এই মাসেই দুই থেকে তিন হওয়ার কথা ছিল তারকা দম্পতির। হলেনও তাই। আজই মা হলেন ঋদ্ধিমা। আর বাবা হলেন গৌরব। নতুন অতিথিকে স্বাগত জানাতে ব্যস্ততা তুঙ্গে চক্রবর্তী পরিবারে। চক্রবর্তী পরিবারে বইছে খুশির হাওয়া । খুদে সদস্যের আগমন বলে কথা।

ঋদ্ধিমার থেকে সুখবর পাওয়ার পর থেকে দিন গুনছেন ভক্তরাও। নিজেদের এই সময়টা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ঋদ্ধিমা ও গৌরব। সাধারণত গর্ভাবস্থার শেষের দিকে মেটারনিটি ফটোশুটের ছবিও এসেছিল প্রকাশ্যে। প্রেগন্যান্সি গ্লো উপচে পড়ছিল ঋদ্ধিমার। এবার এলো সুখবর। সন্তানের জন্ম দিয়েছে গৌরবের স্ত্রী।  পুত্র সন্তানের জন্ম  দিয়েছেন ঋদ্ধিমা ঘোষ। মা এবং সন্তান দুজনেই এখন ভালো আছে। ‘ফেলুদা’র বাড়িতে আজ খুশির জোয়ার। মাতৃত্বকালীন ফটোশ্যুট করে ঋদ্ধিমা বারবার তাক লাগিয়েছেন ভক্তদের। ঋদ্ধিমা ও গৌরব ইনস্টাগ্রাম সন্তানের আগমন নিয়ে নানান পোস্ট করতেন। “বেবি কামিং সুন” হ্যাশট্যাগ দিয়েও পোস্ট করেছিলেন। অবশেষে আজ শেষ হলো অপেক্ষার দিন।

বলাই বাহুল্য, আজ আরও একবার  দাদু হলেন সব্যসাচী চক্রবর্তী। অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং সৃজা সেন কাকা এবং কাকিমা হলেন। পয়লা বৈশাখের শুভ দিনে সন্তান আসার কথা প্রকাশ করেন গৌরব আর রিধিমা। ইনস্টাগ্রামে লেখেন, “মহা অভিযান শুরু হতে চলেছে। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনাদের জানাতে চাই, আমাদের কোলে সন্তান আসতে চলেছে। প্রার্থনা করবেন।” অবশেষে সুস্থ ভাবেই জন্ম নিল গৌরব ঋদ্ধিমার পুত্র সন্তান।

 

 

You may also like