বিক্রম ব্যানার্জী: নেট দুনিয়ায় কান পাতলে তাকে নিয়ে শোনা যায়, নানান গুঞ্জন। তা সত্ত্বেও ভক্তদের মনে নিজের জায়গা ক্রমশ বিস্তার করছেন তিনি। বলিউডের অন্যান্য তারকাদের মতো নিজের ছবি মুক্তির আগে দর্শকদের সিনেমা হলে যাওয়ার জন্য খুব একটা অনুরোধও করতে শোনা যায় না তাকে। নিজের পার্সোনালিটি যেন শক্ত হাতে ধরে রেখেছেন অভিনেতা। তবে সাম্প্রতিক একাধিক প্রাণনাশের হুমকি ও বাবা সিদ্দিকি খুনের ঘটনার পরই নিরাপত্তা মজবুত করা হয়েছে তার। তবে এরই মধ্যে বলিউডের প্রথম সারির 5 নায়িকাকে নিয়ে নতুন ঘোষণা করলেন সুপারস্টার সলমান খান।
সমাজ মাধ্যমে নতুন ঘোষণা সলমানের
প্রায় নিয়মিত বলিউড স্টার সলমান খানের দাবাং ট্যুর হয়ে থাকে। তবে চলতি বছর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর লরেন্স গ্যাংয়ের দায় স্বীকার এবং প্রাণে মেরে ফেলার হুমকি সবমিলিয়ে যথেষ্ট শঙ্কায় ছিলেন সেলিম পুত্র। ফলত তার দাবাং ট্যুর এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে রবিবার X হ্যান্ডেল থেকে দাবাং ট্যুরের ঘোষণা করেছেন সলমান। আর সেখানেও রয়েছে চমক। বলিউড অভিনেতা জানিয়েছেন এবারে দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত হওয়া দাবাং সফরে তার সাথে থাকছেন বলিউডের প্রথম সারির 5 নায়িকা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইজান লিখেছেন, ‘দুবাই প্রস্তুত হও! দাবাং দ্য ট্যুর- রিলোডেড আসছে 2024 এর 7 ডিসেম্বর।’
প্রসঙ্গত, চলতি বছর বলিউড তারকা সলমান খানের সাথে দুবাই সফরে যাচ্ছেন বলিউডের প্রথম সারির 5 নায়িকা। দাবাং দ্য ট্যুরে সলমান সঙ্গিনী হিসেবে যাচ্ছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনাক্ষী সিনহা, তামান্না ভাটিয়া, আস্থা গিল ও দিশা পাটানি। বলিউডের সুন্দরী রমণীদের পাশাপাশি স্টেজে উপস্থিত থাকবেন প্রভু দেবা, সুনীল গ্রোভার ও মনীশ পলেরা। বর্তমানে জনপ্রিয় রিয়ালিটি শো বিগবস নিয়ে ব্যস্ত রয়েছেন সলমান খান। এছাড়ও সময় বের করে রোহিত শেঠির আসন্ন ছবি সিংহাম অ্যাগেইনের শ্যুটিংয়ে যাচ্ছেন তিনি। মুভিটির অতিথি চরিত্র হিসেবে দর্শকদের দেখা দেবেন ভাইজান।
আরও পড়ুন: পাকিস্তান বিরুদ্ধে অধিনায়কহীন দল ঘোষণা করল অস্ট্রেলিয়া