Home Entertainment ভালবাসার মাসে সৃজিত-মিথিলার পরিবারে এল নতুন সদস্য, জানালেন নামও

ভালবাসার মাসে সৃজিত-মিথিলার পরিবারে এল নতুন সদস্য, জানালেন নামও

by Mahanagar Desk
53 views

মহানগর ডেস্ক:   টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিবারে খুশির হাওয়া। ফেব্রুয়ারী মাসেই তাদের পরিবারে এসেছে এক নতুন সদস্য। বৃহস্পতিবার রাতে তাঁরা ভক্তদের কাছে এই আনন্দদায়ক সংবাদটি ঘোষণা করেছে। যদিও পরিবারের নতুন সদস্যের নাম ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে।

যখন একজন ভক্ত খুদের এক ঝলক দেখার অনুরোধ করেছিলেন। তখন পরিচালক সেটির প্রত্যাখ্যান করেছিলেন, এই বলে যে এইরকম একটি ছোট শিশুর ছবি শেয়ার করা ঠিক হবে না এবং সে একটু বড় না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছিল। নবজাতকের প্রতি ভালবাসা এবং স্নেহ স্পষ্ট, সোশ্যাল মিডিয়ায় অপ্রতিরোধ্য প্রতিক্রিয়াতে স্পষ্ট। সৃজিতের স্ত্রী, মিথিলা  তিনি  তাঁদের ছেলের প্রতি ভালোবাসা প্রকাশ  করেছেন । মিথিলার ইন্সাগ্রাম প্রোফাইলে  মুখার্জি পরিবারের নতুন  সদস্যদের জন্য সকলে ভালোবাসা উজার করে দিয়েছে। কি এনেছেন জানবে একেবারে অবাক হবেন। একটি পাইথন এনেছেন সৃজিত । আর পাইথন বাড়িতে এনে নিজের বহু দিনের ইচ্ছা পূরণ করেছেন পরিচালক।

 

মুখোপাধ্যায় পরিবারে এই ধরনের আনন্দের খবর  প্রথম নয়, কারণ আগেই তাঁরা  সারমেয় এনেছেন।  ২০২৩ সালের অগাস্ট মাসে ইনস্টায় ‘বেবি এলা’র সঙ্গে আলাপ   সৃজিত ঘরণী। মিষ্টি ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন- ‘বেবি এলা…. আমাদের আনন্দের ঠিকানা’। যাঁকে ঘিরে তখন ব্যস্ত হয়ে পড়েছে গোটা পরিবার। মিথিলার চারপেয়ে সন্তান এলা। শিহ তাজু প্রজাতির একটি মিষ্টি কুকুরছানাকে ঘরে আনেন মিথিলা। এ বারে সৃজিত পরিচয় করালেন নতুন সদস্য ‘উলুপি’র সঙ্গে। সৃজিত লিখেছেন, “বাড়িতে স্বাগত উলুপি। আমাদের জীবন পরিবর্তিত হল”।

You may also like