HomeEntertainmentগানের প্রোমোশনের জন্য বারাণসীতে গঙ্গা আরতি সানি লিওনের, দিলেন পুজোও

গানের প্রোমোশনের জন্য বারাণসীতে গঙ্গা আরতি সানি লিওনের, দিলেন পুজোও

- Advertisement -

মহানগর ডেস্ক: বারাণসীর গঙ্গায় আরতি করলেন অভিনেত্রী সানি লিওন। গঙ্গা আরতি করতে বারাণসীতে এসে পৌঁছন সানি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় দেখা গিয়েছে গোলাপি রঙের আনারকলি শাড়ি পরে গঙ্গার তীরে ধর্মীয় রীতি পালন করছেন অভিনেত্রী। তাঁর সঙ্গে রয়েছেন অভিনেতা অভিষেক সিং। দুজনে তাঁদের গান থার্ড পার্টির প্রোমোশনে ব্যস্ত রয়েছেন। ইনস্টাগ্রামেও তাঁদের বারাণসী সফরের ভিডিওটি পোস্ট করেছেন সানি লিওন।

কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন এই সফর তাঁর জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতা। গঙ্গাআরতি দেখার অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানিয়েছেন অভিষেক সিং ও টি সিরিজকে। থার্ড পার্টি গানটি ১৫ তারিখে আত্মপ্রকাশ করেছে। গানটি গেয়েছেন অভিষেক সিং। গানের কথাও লিখেছেন তিনি। গতমাসে সানি লিওন মেরা পিয়া আয়া২.০-র উদ্বোধন করেন। এটি ইয়ারানা ছবির গানের ট্রাকের আধুনিক সংস্করণ। গেয়েছেন নীতিমোহন ও তৈরি করেছেন মায়াগোবিন্দ এবং এনবি। কম্পোজিশন অনু মালিক ও এনবি-র। বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন সানি। সেগুলি হল জিসম-টু,জ্যাকপট, শুট আউট ওয়াদাসা ও রাগিনী এমএমএস টু। অতি সম্প্রতি তাঁর কেনেডি ছবিটি মুক্তি পেয়েছে। সঙ্গে অভিনয় করেছেন রাহুল ভাট। ছবিটি ফিল্ম ফেস্টিভালে প্রশংসা পেয়েছে।

 

 

 

Most Popular