Home Entertainment ওই ফ্ল্যাট এখনও ছাড়েননি সুশান্ত সিং রাজপুত! বিষ্ফোরক স্বীকারোক্তি দিদি শ্বেতার

ওই ফ্ল্যাট এখনও ছাড়েননি সুশান্ত সিং রাজপুত! বিষ্ফোরক স্বীকারোক্তি দিদি শ্বেতার

by Sushama
54 views

মহানগর ডেস্ক: ভাইয়ের উপস্থিতি এখনও টের পান! অভিনেতার মৃত্যুর পর কেটে গেছে অনেকটা সময়। হয়েছে প্রবল জলঘোলা। সুশান্তকে (Sushant singh Rajput )নিয়ে বিষ্ফোরক মৃত অভিনেতার দিদি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন সেই কথা। সুশান্ত সিং রাজপুত এর কণ্ঠস্বর, শ্বেতার এয়ারপড এর খোঁজ সবটাই নাকি ভীষন প্রাণবন্ত। এখনো ঘর ছাড়েনি ভাই! দিদির সাথেই প্রবল বন্ধন। পড়ুন।

শ্বেতা জানিয়েছেন, ‘আমি অনেক সময়ই সুশান্তের উপস্থিতি বুঝতে পারি। আমাদের সম্পর্কটা খুবই সুন্দর ছিল। আমি এখনও ওর সেই হাস্কি গলা শুনতে পাই।’ স্মৃতিচারণ করে তিনি এদিন বলেন, ‘একদিন আমি আমার এয়ারপড খুঁজে পাচ্ছি না। আর ঠিক তখনই যেন শুনতে পেলাম ও আমার কানের কাছে এসে কথা বলছে। বলছে কোথায় আছে সেটা।’ বিষয়টা রহস্য লাগলেও, আজও আমার ওর সঙ্গে নিবিড় যোগাযোগ এমনটাই দাবি সুশান্তের দিদির।

২০২০ সালে ১৪ জুন প্রকাশ্যে আসে যে সুশান্ত মারা গিয়েছেন। শোনা গিয়েছিল তিনি নাকি অবসাদে ভুগছিলেন। সুশান্তের মৃত্যুর পর, অনেকটা সময় পার করার পর ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। যা নিয়ে কম জলঘোলা, বিতর্ক হয়নি। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। যদিও বর্তমানে সেই তদন্ত এখনও চলছে। অভিনেতার পরিবার তাঁর মৃত্যুর সঠিক বিচার চায়। আর এসবের মধ্যে তাঁর পরিবার এখনও মেনে উঠতে পারছেন না যে তিনি মারা গিয়েছেন। এখনও বিচারের আশায় অভিনেতারা পরিবারের লোকজন।

You may also like