মহানগর ডেস্ক : হাতে আর মাত্র দুই দিন।খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী পরিচালিত ছবি ‘পালান’। চলতি বছরের মে মাসে বর্ষীয়ান পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষকে মাথায় রেখে ও তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে ‘খারিজ’ এর নস্টালজিয়া নিয়ে তৈরি ‘পালান’ এর প্রথম লুক প্রকাশ্যে এনেছিলেন পরিচালক। এক কথায় বলতে গেলে মৃণাল সেনের খারিজ এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবিটি।
প্রমোদ ফিল্মস এবং দ্য বিগ ডে-র যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘পালান’ ছবিটি। সিনেমাটিতে মূল বিষয়টি হল, খারিজে মমতা শংকর এবং অঞ্জন দত্তের চরিত্রগুলির বিবর্তন দেখাতে চলেছেন পরিচালক। তাছাড়াও আছেন খারিজের শ্রীলা মজুমদারও।পাওলি দাম, যীশু সেনগুপ্ত, দেবপ্রতিম দাশগুপ্তের মত অভিনেতাদের এক ফ্রেমে দেখা যাবে এই সিনেমাতে।
অভিনেত্রী পাওলি দাম বলেছেন, ‘এই পালানের হাত ধরেই আমার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথম ছবি। এটি আমার কাছে খুব সৌভাগ্যের। যারা এর আগে খারিজ সিনেমাটি দেখেছেন তারা পালানের চরিত্রগুলির সঙ্গে মিল খুঁজে পাবেন। এক কথায় এই পালান হল খারিজের পরবর্তী অধ্যায়। আর আমার এই চরিত্রটি সম্পূর্ণ কৌশিক গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি’। চলতি মাসের ২২ তারিখ মুক্তি পাচ্ছে এই ছবিটি। ছবির পরিচালনা ও স্ক্রিপ্ট রাইটিং এর কাজ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।