Home Entertainment সলমানের ফার্মহাউসে ঢোকার চেষ্টায় দুই ব্যক্তিকে গ্রেফতার

সলমানের ফার্মহাউসে ঢোকার চেষ্টায় দুই ব্যক্তিকে গ্রেফতার

সলমানের ফার্মহাউসে ঢোকার চেষ্টায় দুই ব্যক্তিকে গ্রেফতার

by Mahanagar Desk
30 views

মহানগর ডেস্ক: পানভেলে অভিনেতা সালমান খানের ফার্মহাউসে অবৈধভাবে ঢোকার চেষ্টা করার জন্য পানভেল তালুক পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ৪ জানুয়ারি রক্ষীদের দ্বারা সালমানের অর্পিতার ফার্মহাউসের ভিতরে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিল।ইন্ডিয়া টুডের আরেকটি প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত, আজেশ কুমার ওমপ্রকাশ গিল এবং গুরুসেবক সিং তেজসিং শিখ, অর্পিতা ফার্মহাউসের নিরাপত্তারক্ষীদের বলেছিলেন যে তারা সালমান খানের ভক্ত হওয়ায় তারা তার সঙ্গে দেখা করতে চান। তবে অভিযুক্তরা নিরাপত্তারক্ষীদের ভুয়ো নাম দিয়েছে।

প্রতিবেদনের ধারাবাহিকতায় অভিযুক্তরাও সীমালঙ্ঘনের চেষ্টা করেন। এসময় নিরাপত্তারক্ষীদের কর্মকাণ্ডে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। এর আগে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই তার বিরুদ্ধে হুমকি দেওয়ার পরে গত বছর অভিনেতাকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল।

 

 

You may also like