Home Entertainment তুঙ্গে বিয়ের প্রস্তুতি, সাত পাকে বাঁধা পড়তে চলেছে রাঘব- পরিণীতি

তুঙ্গে বিয়ের প্রস্তুতি, সাত পাকে বাঁধা পড়তে চলেছে রাঘব- পরিণীতি

by Mahanagar Desk
3 views

মহানগর ডেস্ক: পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা বলিউডের অন্যতম চর্চিত জুটি। আরও এক অভিনেত্রী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়তে চলেছেন। চলতি মাসেই রাঘব পরিণীতির বিয়ে। রাজস্থানের উদয়পুরে বসবে তাঁদের বিবাহ বাসর। তার আগেই প্রকাশ্যে এল তাঁদের বিয়ের আমন্ত্রণ পত্র। আর সেখান থেকেই স্পষ্ট যে তাঁদের বিয়েটা ঠিক কতটা ধুমধাম করে হতে চলেছে।

দুই সুইট কাপলের বিয়ে হবে উদয়পুরের রাজপ্রাসাদে।তা বলে কি সাজানো হবে না দিল্লি-মুম্বইয়ের বাসস্থান?আলবাৎ হবে। শুরু হয়েই গিয়েছে সাজোসাজো রব।একদিকে বলিউডে ‘ইশক জাদে’ গার্ল পরিণীতি চোপড়ার বহুতলের ফ্ল্যাটে আলোর রোশনাই আবার অন্যদিকে দিল্লিতে আপ নেতা রাঘব চাড্ডার বাড়ি সাজানো হচ্ছে।

২৩ তারিখ সকাল ১০ টা থেকেই পরিণীতি ও রাঘবের বিয়ের অনুষ্ঠান শুরু হবে, সূত্রের খবরে এমনটাই জানা গিয়েছে।গায়ে হলুদ, সঙ্গীত শুরু হবে।খাওয়া-দাওয়া সকাল থেকেই চলবে।এই বিয়ের মেনু সেজে উঠেছে ভারতীয় খাবারেই,এমনটাই শোনা যাচ্ছে।শুধু তাই নয়, থাকবে উত্তর ভারতের রসনা,পাঞ্জাবি খানা। এমনকী, তালিকায় রয়েছে ১৮ রকমের কাবাব,৫ রকমের বিরিয়ানি।থাকবে কন্টিনেন্টাল খাবার।

প্রসঙ্গত গত ১৩ মে আংটি বদল করেন রাঘব এবং পরিণীতি। তাঁরা একে অন্যের দীর্ঘদিনের বন্ধু।বাগদানের আগে পর্যন্ত যদিও রাঘব বা পরিণীতি কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। যদিও একত্রে তাঁদের একাধিক জায়গায় দেখা গিয়েছিল। রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা এবং মন্ত্রী। অন্যদিকে পরিণীতির তো নতুন করে পরিচয়ের কোনও প্রয়োজনীয়তাই নেই। বলিউডের অতি পরিচিত মুখ তিনি। ওঁদের বিয়েতে একাধিক মান্যগণ্য অতিথিরা উপস্থিত থাকবেন।

You may also like