বিক্রম ব্যানার্জী: তার ফ্যাশন নিয়ে বিতর্ক যেন থামেই না। নিত্য নতুন পোশাকে নিজেদের রাঙিয়ে ফেলতে উরফির কাছে হার মেনেছেন তাবড় তাবড় বলিউড নায়িকারা। আজগুবি সব পোশাকের হয়তো ইতি টেনেছেন উরফি এই কথা ভাবতে ভাবতেই নতুন ফ্যাশন স্টাইল নিয়ে হাজির হন ওটিটি বিগ বস খ্যাত এই নায়িকা। সম্প্রতি সাদা রঙের দড়ি দিয়ে নিজের শরীরের নিম্নাংশ ঢেকেছেন উরফি। তার অদ্ভুত সেই পোশাকের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই ভাইরাল হয়েছে দাবানলের গতিতে।
ভাইরাল উরফির নতুন পোশাক
নিজের সাহসী পোশাকের জন্য বারংবার শিরোনাম উঠে আসেন উরফি জাভেদ। কখনও সেফটিপিন দিয়ে পোশাক বানিয়ে কখনও আবার পুঁথি দিয়ে তৈরি বিকিনিতে ধরা দেন নায়িকা। মাঝে একবার ইলেকট্রিক তার দিয়েও নিজের শরীর সাজিয়েছিলেন উরফি। তবে সম্প্রতি দড়ি দিয়ে নিজের নিম্নাংশ ঢাকতে দেখা গিয়েছে তাকে। যেই ভিডিও সমাজ মাধ্যমে পা রাখতেই নিজের জনপ্রিয়তা বাড়িয়েছে।
তুমুল ভাইরাল সেই ভিডিওটিতে বিগবস নায়িকা উরফিকে সাদা ক্রপ টপ পরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পোশাক ছড়িয়ে ঘাড়ের ঊর্ধাংশে দেখা মিলেছে অন্তর্বাসের। তবে উরফির নিম্নাংশের পোশাক বাড়িয়েছে বিতর্ক। সাদা দড়ি দিয়ে নিম্ন বস্ত্র বানিয়েছেন নায়িকা। সেই দড়ি গিয়ে মিশেছে একটি মেরুন চার চাকার সাথে। গাড়ি চালিয়ে সেই দড়ি টেনে নিয়ে যাচ্ছেন চালক। যা ক্যামেরাবন্দি হয়ে রিল আকারে সামনে আসতেই হই চই পড়ে গিয়েছে। প্রতিবারের মতোই অভিনেত্রীর সমালোচনায় সরব হয়েছেন নেট নাগরিকের একাংশ। 140 মিলিয়ন ভিউ কামানো ভিডিওটির কমেন্ট বক্স যার অন্যতম প্রমাণ।
View this post on Instagram