HomeEntertainmentধাওয়ান পরিবারে আসছে নতুন অতিথি! সুখবর শুনিয়ে কোথায় গেলেন হবু বাবা-মা?

ধাওয়ান পরিবারে আসছে নতুন অতিথি! সুখবর শুনিয়ে কোথায় গেলেন হবু বাবা-মা?

- Advertisement -

মহানগর ডেস্কঃ ফের বলিপাড়ায় সুখবর। এবার বরুণ ধাওয়ান(Varun Dhawan)নিজেই দিলেন। নাতাশার সঙ্গে শেয়ার করলেন প্রেগনেন্সি জার্নি। পরিবার বাড়ালেন অভিনেতা। আসছে নতুন অতিথি। আনন্দে ভাসছে বি টাউন। হাঁটু মুড়ে স্ত্রীর সামনে বসে সন্তানের জন্য আশীর্বাদ চাইলেন জুটি। ২০২১ সালে দীর্ঘ দিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন বরুণ ধাওয়ান। দুই পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই জুটি।

হাঁটু মুড়ে বসে স্ত্রী নাতাশার(Natasha Dalal) পেটে চুম্বন করছেন বরুণ। এই ছবি পোস্ট করে বরুণ লিখেছেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। বিয়ের তিন বছর পর এল সুখবর। রবিবার বরুণ ধাওয়ান তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি মিষ্টি ছবি পোস্ট করেন। যেখানে নাতাশা সাদা রঙের মিনি ড্রেস পরে রয়েছেন, বেবি বাম্প একেবারে স্পষ্ট। বরুণ বেবি বাম্পে আদর করছেন। আর পেছনে সোফার ওপর বসে রয়েছে প্রিয় পোষ্য। নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন তারা।

 

সুখবর শোনানোর ২৪ ঘণ্টার মধ্যেই বি টাউন ছেড়ে চললেন দম্পতি। সোমবার সাত সকালে বিমান বন্দরে হাত ধরে ছুটতে দেখা গেল তাদের। একদম ক্যাজুয়াল পোশাকে থাকলেও পাপারাজ্জিদের ক্যামেরারয় নাতাশার বেবি বাম্প স্পষ্ট বোঝা গেল। হবু বাবা মা মিষ্টি হেসে ক্যমেরার সামনে পোজ দিয়েছেন।

বলিউড সূত্রে খবর, কাজের মাঝে অবসর নিয়ে কয়েকদিন আলাদা করে মূহুর্ত কাটতেই হয়তো বাইরে যাচ্ছেন জুটি। অভিনেতার আনন্দ সংবাদে খুশি ভক্তরা। অনুগামীরা একরাশ শুভ কামনা জানিয়েছেন হবু বাবা মা কে।

Most Popular