“কাবুলিওয়ালা”ছবিতে কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে মিঠুনকে এবং ছোট্ট মিনির চরিত্রে দেখা যাচ্ছে মিষ্টিকে। কিন্তু এই মিষ্টি কে ? যার জন্য মেতে উঠতো প্রতিটি মধ্যবিত্ত পরিবারের সন্ধ্যে জমে ওঠে।
” মিঠাই” সিরিয়ালে বড় মিঠাইয়ের সাথে ছোট্ট মিষ্টির মিল খুঁজে পেয়েছে দর্শক।এই মিঠাইয়ের পর ছোট্ট মিষ্টিকে দেখার আশা রাখছে দর্শক।এই মিষ্টির নাম অনুমেঘা কাহালি।এই প্রথমবার বড় পর্দায় আসতে চলেছে মিষ্টি।
কাবুলিওয়ালা চরিত্রে মিঠুনকে কেমন লাগছে এই চরিত্রে তা দর্শক দেখেই নিয়েছে ।সুমন ঘোষের “কাবুলিওয়ালা” ছবিতে মিনির চরিত্রে দেখা যাবে সেই ছোট্ট মিষ্টি অর্থাৎ অনুমেঘা কাহালি।
“কাবুলিওয়ালা” ছবিতে মনে পরে যায় ছবি বিশ্বাসের কথা।কাবুলিওয়ালা চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস ,ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুরের দিদি ঐদ্রিলা ঠাকুর।দর্শক তাকে টিংকু বলে ডাকতো।৬৬ বছর বয়সের কাবুলিওয়ালা ২০২৩ এর কাবুলিওয়ালা আবার ফিরে আসছে।এই ছবিটি দেখার জন্য দর্শকের মন উদগ্রীব হয়ে উঠছে।